Home> রাজ্য
Advertisement

Malbazar: প্রতি রাসপূর্ণিমার রাতেই এখানে মহাসমারোহে হয় ভান্ডানি মায়ের পুজো...

Ma Vandani Puja: এই পুজোকে কেন্দ্র করে মন্দিরের সামনে বড় মণ্ডপ তৈরি করা হয়েছে। সেই সঙ্গে ঢাক বাজনার ব্যবস্থা রয়েছে। পুজোটি এলাকায় পুরনো ভান্ডানি নামে পরিচিত।

Malbazar: প্রতি রাসপূর্ণিমার রাতেই এখানে মহাসমারোহে হয় ভান্ডানি মায়ের পুজো...

অরূপ বসাক: প্রতি বছরের মতো এবছরও মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বাতাবাড়ির চুপরিপাড়ায় ভান্ডানিপুজোর আয়োজন করা হয়েছে। এই পুজোকে কেন্দ্র করে মন্দিরের সামনে বড় মণ্ডপ তৈরি করা হয়েছে। সেই সঙ্গে ঢাক বাজনার ব্যবস্থা রয়েছে। পুজোটি এলাকায় পুরনো ভান্ডানি নামে পরিচিত।

আরও পড়ুন: Kasba Shootout: 'কাউন্সিলর খুনের চেষ্টা'র তদন্তভার নিল কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ! বেরিয়ে আসছে অ্যাকশনের শ্বাসরুদ্ধকর বিবরণ...

দুর্গাপুজোর পর একাদশী তিথিতে ভান্ডানিপুজো হলেও এখানে রাসপূর্ণিমা তিথিতে ভান্ডানিপুজো হয়। পুজোয় এলাকার মহিলারা সামিল হন। এখানে দেবী ভান্ডানির বাহন হল সিংহ। মা ভান্ডানি ছাড়াও কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও মহাকালের পুজো হয়।

প্রতি বছর পুরোনো প্রতিমা বিসর্জন দিয়ে মন্দিরে নতুন প্রতিমা স্থাপিত হয়। ১৯৬২ সাল থেকে এখানে রাসপূর্ণিমায় দেবী ভান্ডানি পূজিত হয়ে আসছেন। পুজো কমিটির উপদেষ্টা ভগীরথ রায়, হরিকিশোর রায়রা জানান, পুজোকে কেন্দ্র করে পালা গানের আসর ও বড় মেলা বসে। এই পুজোয় জাতিধর্মনির্বিশেষে অনেক মানুষের সমাগম হয়। এদিন পুজো দিতে সকাল থেকে মন্দিরে প্রচুর মানুষের ভিড় জমে। পুজো চলবে তিন দিন।

আরও পড়ুন: Uttar Pradesh: অগ্নিকাণ্ডে ১০ শিশুর মৃত্যু! কী ভাবে আগুন হাসপাতালে? কার গাফিলতিতে? এখনও মৃত্যুর সঙ্গে লড়ছে...

বাংলায় রাসপূর্ণিমার আলাদা আয়োজন ও উদযাপন। পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো তো হয়ই। এ ছাড়াও দিনটি গুরুনানক জয়ন্তী হিসেবে যেমন পালিত হয়, তেমনই এদিন জৈন ধর্মগুরু তীর্থঙ্করের স্মরণে বের হয় এক শোভাযাত্রা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More