Home> রাজ্য
Advertisement

মদন তামাং হত্যা মামলায় আদালতের নোটিস ঝুলল গুরুং সহ ২২ অভিযুক্তের বাড়িতে

মদন তামাং হত্যা মামলায় আদালতের নোটিস ঝুলল গুরুং সহ ২২ অভিযুক্তের বাড়িতে

ওয়েব ডেস্ক: মদন তামাং হত্যা মামলায় বিমল গুরুং-রোশন গিরি সহ ২২জন মোর্চা নেতাকে তলব করেছে আদালত। কালই, তাঁদের নিম্ন আদালতে হাজিরা দেওয়ার কথা। রবিবার বিনয় তামাং, রোশন গিরি, কমল ছেত্রীর বাড়িতে নোটিস ঝুলিয়ে দেয় সিবিআই। বিমল গুরুংয়ের পাতলেবাসের বাড়িতে নোটিস দিতে বলা হয়েছে জেলা পুলিসকে। যদিও সূত্রের খবর, আদালতে হাজিরা এড়াবেন বিমল গুরুং-রোশন গিরিরা। তবে, উপস্থিত থাকবেন দুই প্রাক্তন মোর্চা নেতা হরকা বাহাদুর ছেত্রী ও প্রদীপ প্রধান।

অন্য দিকে, গোর্খাল্যান্ড আন্দোলনের রাশ কার হাতে থাকবে, এই নিয়ে জিএনএলএফ-মোর্চা মতবিরোধ প্রকাশ্যে। সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নামে দার্জিলিং সদর থানায় মিসিং ডায়েরি করেছে জিএনএলএফ। পাল্টা পাহাড়ের চার জায়গায় আমরণ অনশন শুরু করছে যুব মোর্চা কর্মীরা। (আরও পড়ুন-কার্শিয়ংয়ে পুড়ে ছাই শতাব্দীপ্রাচীন বাঙালি কমিউনিটি হল রাজরাজেশ্বরী)

Read More