Home> রাজ্য
Advertisement

Malda: মিউজিক সিস্টেমে লুকনো 'আসল' জিনিস, তল্লাশিতে পর্দাফাঁস ১২ কোটির কারবারের

ইংরেজবাজার শহরের রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেফতার করে এসটিএফ।  ধৃত দম্পতির বাড়ি মুর্শিদাবাদে।

Malda: মিউজিক সিস্টেমে লুকনো 'আসল' জিনিস, তল্লাশিতে পর্দাফাঁস ১২ কোটির কারবারের

নিজস্ব প্রতিবেদন : দম্পতির মাদক কারবার। ১২ কোটি টাকার মাদক সহ গ্রেফতার করা হল এক দম্পতিকে। গ্রেফতার করেছে এসটিএফ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারে। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, মিউজিক সিস্টেমেরর মধ্যে মাদক রেখে পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় পুলিস। তাতেই পর্দাফাঁস হয় দম্পতির মাদক কারবারের। হাতেনাতে ধরা পড়ে ওই দম্পতি। ইংরেজবাজার শহরের রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে ওই দম্পতিকে আড়াই কেজি হেরোইন সহ গ্রেফতার করে এসটিএফ। যার আনুমানিক বাজার মূল্য ১২ কোটি টাকা।

ধৃত দম্পতির নাম রিয়া সাফিয়ান, বয়স ২০ বছর ও গোলাম মোস্তাফা, বয়স ২৭ বছর। জানা গিয়েছে, ধৃত ওই দম্পতির বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা এলাকায়। উদ্ধার হওয়া মাদক ও ধৃত দম্পতিকে ইংরেজবাজার পুলিসের হাতে তুলে দিয়েছে এসটিএফ।

আরও পড়ুন, Sonarpur: ১৮ লক্ষ টাকার জিনিস চুরি দোকানে, চাঞ্চল্য ছড়াল এলাকায়

চা বাগানের জমিতে পাঁচিল, চাকরি গেল শ্রমিকের

Arambag Accident: নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বাস, আহত ২০

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More