Home> রাজ্য
Advertisement

Malda Incident: এক বউকেই চাই ২ ভাইয়ের! হয় 'স্বামী বদল'ও! তারপর কেলেঙ্কারি রক্তারক্তি কাণ্ড...

Maldaha Incident: পরিবারের সদস্যরা জানান, একারামুল ও মাসুম আলি সম্পর্কে মামাতো-পিসতুতো ভাই। পরিবারের চাপে ওই তরুণী একরামুলকে বিয়ে করলেও, বিয়ের পরেও মাসুমের সঙ্গে তাঁর সম্পর্ক চালিয়ে যান ৷ 

Malda Incident: এক বউকেই চাই ২ ভাইয়ের! হয় 'স্বামী বদল'ও! তারপর কেলেঙ্কারি রক্তারক্তি কাণ্ড...

রণজয় সিংহ: এ যেন ঠিক এক ফুল, দো মালী! এক বউকে নিয়ে টানাটানি ২ ভাইয়ের! এক ভাইয়ের বউকে নিয়ে টানাটানি আরেক ভাইয়ের! আর তারপর এক ভাইয়ের হাতে গুরুতর জখম আরেক ভাই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদার সামসিতে। 

প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার সামসিতে। এক যুবক তাঁর দূরসম্পর্কের মামাতো ভাইয়ের হাতে চাকুর আঘাতে গুরুতর জখম হয়েছেন। আহত যুবক মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। জানা গিয়েছে,আহত যুবকের নাম একরামুল হক (২৬)। বাড়ি চাঁচোল থানার চাঁদুয়া দামাইপুর গ্রামে। ওদিকে অভিযুক্ত মাসুম (২৮) খানপুর পুরাতন ঘাট এলাকার বাসিন্দা ও একরামুলের দূসম্পর্কের মামাতো ভাই। 

অভিযোগ, মাসুমের সঙ্গে বিবাহবর্হিভুত সম্পর্কে জড়ান একরামুলের স্ত্রী। দীর্ঘদিন ধরেই চলছিল সেই সম্পর্ক। এরপর প্রায় এক বছর আগে একরামুলের স্ত্রী মাসুমের সঙ্গে পালিয়ে যান। তারপর আবার ফিরেও আসেন। কিন্তু সেই পুরনো বিরোধের জেরেই সামসি গ্রামীণ হাসপাতালের সামনে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। বচসা চলাকালীনই মাসুম চাকু দিয়ে একরামুলকে আঘাত করেন। একরামুলের শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা তৎক্ষণাৎ দু’জনকেই সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। 

পরিবারের সদস্যরা জানান, একারামুল ও মাসুম আলি সম্পর্কে মামাতো-পিসতুতো ভাই। চাঁচল থানার চান্দুয়া দামাইপুর গ্রামের বাসিন্দা একরামুল হক পেশায় ব্যবসায়ী ৷ তিনি বিবাহিত। কিন্তু বিয়ের আগে থেকেই চাঁচল থানার পুরনো খানপুর গ্রামের যুবক মাসুম আলির সঙ্গে একরামুলের স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের চাপে ওই তরুণী একরামুলকে বিয়ে করলেও, বিয়ের পরেও মাসুমের সঙ্গে তাঁর সম্পর্ক চালিয়ে যান ৷ শেষে বছরখানেক আগে একরামুলের স্ত্রী মাসুমের সঙ্গে পালিয়ে যান ও মাসুমের সঙ্গেই বসবাস শুরু করেন ৷ সেই সময় একরামুল স্ত্রীকে তালাক দিয়ে দেন ৷ 

কিন্তু কিছুদিন পর ফের সেই মেয়েকেই আবার বিয়ে করেন একরামুল৷ তাঁর পুরনো স্ত্রীও মাসুমের বাড়ি থেকে এসে ওঠেন একরামুলের ঘরে৷ এই নিয়ে একরামুল আর মাসুমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল ৷ সেই থেকেই এই ঘটনার সূত্রপাত। পুলিস সূত্রে জানা গিয়েছে,ঘটনাস্থলে সামসি ফাঁড়ির পুলিস পৌঁছে অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন, Ramnagar Killngs: খুন করেই ধড়-মুণ্ডু আলাদা! রামনগরে পর পর ‘গলা কাটা’ হত্যার সঙ্গে যোগ বসন্তপুরে মহিলার... হাড়হিম তথ্য পুলিসের হাতে...

আরও পড়ুন, Local Train Incident: আপ বারাসত লোকালে ২ যাত্রীর বচসা, প্ল্যাটফর্মে নামতেই ভয়ংকর কাণ্ড! মর্মান্তিক মৃত্যু একজনের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More