রণজয় সিংহ: স্বামীকে ঘরবন্দি করে স্ত্রীকে বেধড়ক মারধর। ভাঙচুর করা হল বাড়ি ঘর,লুঠ নগদ টাকা এবং সোনা। মালদার কালিয়াচকে প্রকাশ্য দিবালোকে থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মাটি মাফিয়াদের এই দৌরাত্ম্যে এখন ঘরছাড়া দুটি পরিবার। পুলিসের উপর আস্থা হারিয়ে মালদা জেলা আদালতের দ্বারস্থ আক্রান্ত দুই পরিবার। মালদার কালিয়াচক থানার মাস্টারপাড়া এলাকার ঘটনা।
আরও পড়ুন, North 24 Parganas: চূড়ান্ত বর্বরতা! পর্ন দেখিয়ে মেয়েকে লাগাতার ধর্ষণ 'গুণধর' বাবার...
জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা পেশায় মুদি ব্যবসায়ী নাজিমুল ইসলাম তার দূর সম্পর্কের তিনজন ভাই মিলে ২০১৯ সালে মাস্টার পাড়া এলাকায় ৮ কাঠা জায়গা কিনেছিল। কিন্তু এখন সেই জায়গার দখল নিতে চাইছে স্থানীয় জমি মাফিয়া আলিম শেখ, নাসিম শেখ, ফারুক শেখ-সহ বেশ কয়েকজন। এরই প্রতিবাদ করেছিলেন ওই মুদি ব্যাবসায়ী। প্রতিবাদ করায় এই সমস্ত মাটি মাফিয়া দুষ্কৃতীরা সেই জায়গায় হামলা চালায়।
সেই জায়গায় থাকা এক ভাড়াটিয়াকে বেধড়ক মারধর করা হয়। ভাড়াটিয়ার স্বামীকে ঘর বন্দী করে তার স্ত্রীকে মারধর করে দুষ্কৃতীরা। সেই সঙ্গে তাদেরকেও মারধর করা হয়। প্রাণভয়ে এখন ঘর ছাড়া তারা। প্রাণনাশের আতঙ্কে নিজের দোকানেও যেতে পারছেন না এই ব্যবসায়ী। এই অবস্থায় কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কিন্তু পুলিস কোনও ব্যবস্থা না নেওয়ায় অবশেষে মালদা জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত ওই ভাড়াটিয়া এবং জমির মালিক। তবে যদিও এই ঘটনায় কালিয়াচক থানার পুলিস দুজনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। এদিকে নিয়ে শুরু হয়েছে রাজনীতি। বিজেপির অভিযোগ তৃণমূলের ছত্রছায়ায় এই সমস্ত মাটি মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে। জানে পুলিস তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না। পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)