Home> রাজ্য
Advertisement

Migrant Worker pushbacks to Bangladesh: কাঠগড়ায় রাজস্থান! মালদার বাসিন্দাকে জোর করে পুশ ইন বাংলাদেশে, মমতাই ভরসা...

Malda: ফের বাংলার শ্রমিককে বাংলাদেশি বলে চিহ্নিত করে পুশব্যাক করার অভিযোগ। এবার অভিযোগ উঠল মালদহের এক পরিযায়ী শ্রমিকের পরিবারের তরফে। 

Migrant Worker pushbacks to Bangladesh: কাঠগড়ায় রাজস্থান! মালদার বাসিন্দাকে জোর করে পুশ ইন বাংলাদেশে, মমতাই ভরসা...

রণজয় সিংহ: রাজস্থানে বাংলাদেশি (Bangladeshi) সন্দেহে গ্রেফতার বাংলার এক যুবক। বৈধ নথি থাকা সত্ত্বেও জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হল যুবককে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যুবকের ভিডিয়ো। তবে যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা। মাত্র ২১ বছরের এক তরুণ (Migrant Worker), মালদা জেলার কালিয়াচক থানার জালালপুর গ্রামের বাসিন্দা আমির শেখ, আজ দেশছাড়া হয়ে বাংলাদেশে আটকে।

আরও পড়ুন, Intense Rain in Bengal: ধেয়ে আসছে প্রবল বৃষ্টি! ক্লাউডবার্স্ট নাকি? জেলায় জেলায় জারি কমলা সতর্কতা! কোন কোন জেলা ডুববে? কলকাতায়...

প্রায় তিন মাস আগে জীবিকার সন্ধানে রাজস্থানে পাড়ি দেন আমির। তার সঙ্গে ছিল ভোটার কার্ড, আধার কার্ড, ঠিকানার প্রমাণ-সহ ভারতের সমস্ত বৈধ পরিচয়পত্র। তা সত্ত্বেও, কোনও রকম পূর্ব সতর্কতা ছাড়াই রাজস্থান পুলিস তাকে "বাংলাদেশি নাগরিক" সন্দেহে গ্রেফতার করে। দীর্ঘ দুই মাস জেল হেফাজতে থাকার পর, চার দিন আগে তাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বর্তমানে আমির বাংলাদেশে আটকে।

কান্না জড়ানো কণ্ঠে ফোনে জানাচ্ছেন, "আমি ভারতীয়, আমাকে আমার ঘরে ফিরিয়ে নিন!" এই ঘটনার পর গোটা জালালপুর শোকেস্তব্ধ। পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। মা কাঁদছেন, বাবা নির্বাক। পরিবারের প্রশ্ন— "যদি ভারতের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কেউ নিজের নাগরিকত্ব প্রমাণ করতে না পারেন, তবে সাধারণ মানুষ যাবে কোথায়?" 

ঘটনার পর আমির শেখের পরিবার রাজ্য ও কেন্দ্র সরকারের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন— "আমাদের ছেলেকে নিজের দেশে ফিরিয়ে আনুন।" আমিরের পরিবার চায়, যেন দ্রুত প্রশাসনিক ও কূটনৈতিক উদ্যোগ নিয়ে এই অবিচারের অবসান ঘটানো হয় এবং আমির তার নিজের বাড়ি, নিজের দেশ, নিজের গ্রামে—মালদার জালালপুরে ফিরতে পারেন। 

এদিকে উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ায় বাড়ি মহারাষ্ট্রে কর্মরত পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে কুপিয়ে টুকরো টুকরো করে খুন। বস্তাবন্দী একটি ডোবা থেকে উদ্ধার তার টুকরো টুকরো দেহ। রাতে কফিনবন্দি দেহ এল বাদুড়িয়ার রুদ্রপুরে তার বাড়িতে। এলাকায় শোকের ছেয়া। মঙ্গলবার সে যেখানে থাকত তার থেকে বেশ কিছুটা দূরে একটি ডোবার ভেতরে বস্তাবন্দী অবস্থায় টুকরো টুকরো করা তার দেহ উদ্ধার করে পুলিস। পুলিস তার পরিবারকে সেই দেহ দেখালে তার পরিবার শনাক্ত করে। এরপর দেহটি পুলিস মর্গে ময়নাতদন্তের পর মহারাষ্ট্র থেকে তার কফিনবন্দি দেহ গতকাল রাতে বাদুড়িয়ার রুদ্রপুরের তার বাড়িতে আনা হয়। 

আরও পড়ুন, Sova Munda Maoist leader: '২০১০-এ জেলে গিয়েছিলাম, কোন কোন কেস ভুলে গিয়েছি', জেল মুক্তি মাওবাদী নেত্রী শোভা মুণ্ডার

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More