রণজয় সিংহ: মালদার মানিকচকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আবাসনে ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। আবাসনের ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার হয় এক ছাত্রের (Malda school hostel death)। বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে সরব মৃতের পরিবার। মৃত ছত্রের নাম শ্রীকান্ত মন্ডল(১৩)। অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে।
এই ঘটনায় মৃত ছাত্রের পরিবার মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ পাঠিয়েছে পুলিস। মানিকচক এলাকায় অবস্থিত রোজমেরি মিশনারী নামে বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই স্কুলেই পড়ত শ্রীকান্ত। স্কুলের আবাসনেই থাকত সে। যে ঘরে থাকত, সেখানে ৪০ জন ছাত্র রয়েছে। কী করে এই ঘটনা ঘটল, তা মানতে পারছেন না ছাত্রের পরিবার।
পরিবারের দাবি, গতকাল শ্রীকান্তের উপর মানসিক নির্যাতন করে স্কুল কর্তৃপক্ষ। তবে কী কারণে নির্যাতন, তা বলতে পারেননি পরিবারের সদস্যরা। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে বিদ্যালয়ে যান মানিকচক থানার আইসি সহ পুলিস কর্তারা। সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। মৃত ছাত্রর সহপাঠী ও বিদ্যালয়ে কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিস কর্তারা।
প্রতিষ্ঠানেরই আবাসনে গত ৩ বছর ধরে ছিল শ্রীকান্ত। গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার কথা পরিবারের লোকেদের জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। পরিবারের দাবি, এটি আত্মহত্যার ঘটনা নয়। বিদ্যালয় কর্তৃপক্ষের অত্যাচারেই মৃত্যু হয়েছে ওই ছাত্রের, দাবি মৃতের পরিবারের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)