রণজয় সিংহ: পাটক্ষেতের ভিতর থেকে উদ্ধার হল বস্তাবন্দি কঙ্কাল। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে চাঁচল থানার নদীসিক এলাকায়। এদিন স্থানীয় এক কৃষক তাঁর ক্ষেতে পাট কাটতে গিয়ে কঙ্কালটি দেখতে পান।
শিয়াল দেহটির একাংশ বস্তা থেকে বের করে এনেছিল। মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিস। আসেন চাঁচল থানার আইসি পূর্ণেন্দুকুমার কুণ্ডু ও মহকুমা পুলিস আধিকারিক সোমনাথ সাহা। সোমনাথবাবু জানিয়েছেন, কঙ্কালটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহের দাঁত ঠিক রয়েছে। নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য পাঠানো হচ্ছে।
এদিকে ওই কঙ্কালের বস্তার পাশ থেকেই মহিলাদের একটি চুড়িও উদ্ধার করা হয়েছে। এখন ওই কঙ্কাল কোনও পুরুষ দেহের না মহিলার, তা এখনই বোঝা যায়নি। ডিএনএ টেস্টের রিপোর্ট পাওয়ার পরই তা চূড়ান্ত করে জানা যাবে। গোটা ঘটনা নিয়ে পুলিসি তদন্ত শুরু হয়েছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)