Home> রাজ্য
Advertisement

Lok Sabha Election 2024: নজরে উত্তরবঙ্গে, লোকসভা ভোটের মুখে লাগাতার প্রচারে মমতা-অভিষেক!

দোরগোড়ায় লোকসভা ভোট। ১৯ এপ্রিল প্রথম দফাতেই উত্তরবঙ্গে। কোথায়? আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি। এরপর ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয়ে। প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। ২০১৯ সালে লোকসভা ভোটে উত্তরবঙ্গে ভরাডুবি হয়েছিল তৃণমূলের। সবকটি আসনেই জিতেছিল বিজেপি।

Lok Sabha Election 2024: নজরে উত্তরবঙ্গে, লোকসভা ভোটের মুখে  লাগাতার প্রচারে মমতা-অভিষেক!

প্রবীর চক্রবর্তী ও অরূপ বসাক: নজরে উত্তরবঙ্গ। লোকসভা ভোটের মুখে প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল। পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, শুক্রবার যাচ্ছেন অভিষেকও। 

আরও পড়ুন:  BJP leader Son Missing: পরিবার সূত্রেই মিলল খবর! পুরী থেকে উদ্ধার ডায়মন্ড হারবারের বিজেপি নেতার ছেলে...

দোরগোড়ায় লোকসভা ভোট। ১৯ এপ্রিল প্রথম দফাতেই ভোট উত্তরবঙ্গে। কোথায়? আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি। এরপর ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয়ে। প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।

২০১৯ সালে লোকসভা ভোটে উত্তরবঙ্গে ভরাডুবি হয়েছিল তৃণমূলের। সবকটি আসনেই জিতেছিল বিজেপি। এবার কী হবে? এপ্রিলের গোড়াতে উত্তরবঙ্গে এক দফা প্রচার সেরেছেন তৃণমূলনেত্রী। আগামিকাল, শুক্রবার কোচবিহারের দিনহাটা ও আলিপুরদুয়ারের জয়গাঁওতে সভা করবেন মমতা। এরপর ১৩ এপ্রিল সভা হওয়ার কথা জলপাইগুড়ির ডাবগ্রামে।

ঘড়িতে তখন কলকাতা থেকে হাসিমারায় পৌঁছন মমতা। সেখান থেকে চালসায়। কনভয় তখন মেটেলিতে ঢুকছে। স্থানীয় মঙ্গলবাড়ি এলাকায় একটি পথসভা হচ্ছিল। সেই সভা থেকে 'চোর চোর' স্লোগান ওঠে। এরপর তড়িঘড়ি মাইক বন্ধ করতে ছুটে যায় পুলিস। 

আরও পড়ুন:  Amartya Sen Spoke in Visva-Bharati: ঊষর বিশ্বভারতীতে অবশেষে মরূদ্যানের শ্যামলিমা! বক্তৃতা দিলেন অমর্ত্য, প্রভাত...

মাঠে নামছেন অভিষেকও। উত্তরবঙ্গে সাংগঠনিক বৈঠক করেছেন তিনি। আগামিকাল, শুক্রবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে নির্বাচনী জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More