Home> রাজ্য
Advertisement

Mamata Banerjee: 'লজ্জা করে না! অমিত শাহের দালালি করছ চেয়ারে বসে', কমিশনের সঙ্গে সংঘাতে মমতা..

Mamata Banerjee:  'আমরা সবাই ভোটার। হঠাত্‍ করে বিজেপি ঠিক করল কী করে জিতব! নাম বাদ দাও। কী বলছে, নতুন করে সবাইকে নাম তুলতে হবে, কেন! এটা বিজেপি চালাকি, এর পিছনে NRC-র চক্রান্ত আছে'।  

Mamata Banerjee: 'লজ্জা করে না! অমিত শাহের দালালি করছ চেয়ারে বসে', কমিশনের সঙ্গে সংঘাতে মমতা..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: নজরে ছাব্বিশ। 'একজন ভোটারের নাম যেন বাদ না যায়', ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের মঞ্চ থেকে এবার নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট বার্তা, 'ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল। আপনার অধিকার আপনাকে রক্ষা করতে হবে'।

আরও পড়ুন:  Asansol Horror: নিজের মেয়েকে ধ*র্ষ*ণ করে নৃশংস খু*ন! 'গুণধর' বাবাকে আদালতের নজিরবিহীন রায়...

হাতে মণীষীদের ছবি। বাংলার ভাষার 'অপমানে'র প্রতিবাদে ফের পথে মুখ্যমন্ত্রী। বোলপুরের এবার মিছিল করলেন ঝাড়গ্রামে। কবে? আজ, বুধবার। মিছিল শেষে জনসভায় মমতা বলেন, 'অসম থেকে বাংলার নোটিশ পাঠাতে পারেন! এটা ক্রিমিনাল অফেন্স, অসংবিধানিক, বেআইনি. অনৈতিক, অগণতান্ত্রিক। নিন্দা করি। ধিক্কার ধিক্কার বিজেপি সরকারকে ধিক্কার, অসম সরকারকে ধিক্কার। আমরা সবাই ভোটার। হঠাত্‍ করে বিজেপি ঠিক করল কী করে জিতব! নাম বাদ দাও। কী বলছে, নতুন করে সবাইকে নাম তুলতে হবে, কেন! এটা বিজেপি চালাকি, এর পিছনে NRC-র চক্রান্ত আছে'।

মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'অসমে ৭ লক্ষ বাঙালিকে বাদ দেওয়া হয়েছিল। হিন্দু বাঙালিও ছিল। সংখ্যালঘুকে বাদ দিয়েছে। রাজবংশ, তফশিলি সম্প্রদায় কোচবিহার নোটিশ পাঠাচ্ছেন। আলিপুরদুয়ার তফশিলি শীল পরিবারের নোটিশ পাঠাচ্ছেন। মধ্যপ্রদেশে একটি আদিবাসী মেয়ে, তার বাড়ির বাংলায়। বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন। লজ্জা করে না, ছিঃ ছিঃ ছিঃ'।

এদিকে বিধানসভা ভোটের মুখে বিহারে SIR বা ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। বাংলা-সহ অন্যন্য রাজ্যেও SIR হবে বলে খবর। মুখ্যমন্ত্রী বলেন, 'ভোটার লিস্টের নামে বিজেপি পার্টি লিস্ট তৈরি করবে। একজন ভোটারের নাম যেন বাদ না যায়। এটা মাথা রাখতে হবে। ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল। আপনার অধিকার আপনাকে রক্ষা করতে হবে'। 

কমিশনের বিরুদ্ধে অভিযোগ, 'সরকারি দফতরের নাম করে ভয় দেখানো হচ্ছে।  আমার দু'জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে। সাসপেন্ড করা হল। কোন আইনে বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ। অফিসারদের ভয় দেখাচ্ছে, পুলিসকে ভয় দেখাচ্ছ'। বলেন, 'ইলেকশনের অনেক দেরি আছে।  এখন সাসপেন্ড করতে শুরু করেছে। বিজেপি বন্ডেড লেবার। তুমি তোমার ক্ষমতা জানো না। অমিত শাহের দালালি করছ. চেয়ারে বসে। হোম মিনিস্টার নিজেকে মনে করে, যা বলবেন, তাই হবে। বাবাসাহেব আম্বেদকরের কথা শোনেন না'।

আরও পড়ুন:  Hilsa Fish in Mid-day-meal WB: রাজ্যের সরকারি স্কুলে ইলিশ-উত্‍সব! মিড-ডে-মিলে পড়ুয়াদের পাতে রুপোলি শস্য, খুশির হাওয়া ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More