Home> রাজ্য
Advertisement

প্রশাসনিক বৈঠক থেকে দলকে কড়া বার্তা মমতার

গোষ্ঠী কোন্দল বরদাস্ত নয়। উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক থেকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বুঝিয়ে দিলেন, প্রশাসনের কাজে দলের নাক গলানো বরদাস্ত করবেন না তিনি।  

প্রশাসনিক বৈঠক থেকে দলকে কড়া বার্তা মমতার

ওয়েব ডেস্ক: গোষ্ঠী কোন্দল বরদাস্ত নয়। উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক থেকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বুঝিয়ে দিলেন, প্রশাসনের কাজে দলের নাক গলানো বরদাস্ত করবেন না তিনি।  

বিধাননগর থেকে বসিরহাট। এলাকা যত বড়, গোষ্ঠী কোন্দলও ততটাই বেশি। দলের কোন্দলে লাগাম পরাতে মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিলেন জেলার প্রশাসনিক বৈঠকের মঞ্চকেই। সিন্ডিকেট আর প্রোমোটিং। তাঁর দলের সবচেয়ে বড় দুই ব্যামো। ভালোই বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুটাই করলেন তা দিয়ে।

গতকয়েক মাসে বার বার গোলমাল হয়েছে বারাসাত কলেজে। কান পাতলেই শোনা যায় গোলমালের নেপথ্যে এক সাংসদ ও বিধায়কের লড়াই। দুজনকে সামনে বসিয়ে পুলিসকে নির্দেশ দিলেন কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার। এরপরই ঢুকে পড়লেন বিধাননগরে। নজরে সেই সব্যসাচী-তাপস-কৃষ্ণা। গত কয়েকবছরে যাদের কোন্দল বার বার ভুগিয়েছে দলকে। সর্তক করলেন অর্জুন সিং-পরশ দত্তদেরও।

শুধু গোষ্ঠীকোন্দলই নয়। গতিধারা থেকে গরু পাচার। বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিতে জড়িয়েছেন দলের নেতা মন্ত্রীরা। অভিযোগ আসছিল তৃণমূল সুপ্রিমোর কাছে। প্রশাসনিক বৈঠকে বুঝিয়ে দিলেন দুর্নীতি বন্ধে রং দেখবেন না তিনি।

ছিল প্রশাসনিক বৈঠক। কিন্তু, দলকে বার্তা দিতে সেই মঞ্চকেই বাছলেন। বুঝিয়ে দিলেন প্রশাসনের কাজে দলের নাক গলানো তিনি মানবেন না।

(আরও পড়ুন-- মন খুললেন মদন)

Read More