Home> রাজ্য
Advertisement

Sabang Murder: ছেলের হাতে খুন বাবা? বাড়ির সেপটিক ট্যাংকে পাওয়া গেল দেহ

১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। দেহ উদ্ধারের পর পলাতক বড় ছেলে। ছোট ছেলে, পুত্রবধূ-সহ আটক ৩।      

Sabang Murder: ছেলের হাতে খুন বাবা? বাড়ির সেপটিক ট্যাংকে পাওয়া গেল দেহ

ই গোপী: পারিবারিক অশান্তির জের? ছেলের হাতেই 'খুন' বাবা? বাড়ির সেপটিক ট্যাংকে পাওয়া গেল গলায় ফাঁস লাগানো দেহ। মৃতের ছোট ছেলে, পুত্রবধূ-সহ ৩ জনকে আটক করেছে পুলিস। ঘটনাস্থল, পশ্চিম মেদিনীপুরের সবং।

জানা গিয়েছে, মৃতের নাম সুভাষ প্রামাণিক। বাড়ি, সবংয়ের বলপাই অঞ্চলের পেরুয়া গ্রামে। পেশায় তিনি  কৃষক। কয়েক মাস আগে স্ত্রীকে হারিয়েছেন। দুই ছেলে বিবাহিত। প্রতিবেশীদের দাবি, দিন পনেরো আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান সুভাষ।

আরও পড়ুন:  Deganga: ইন্টারভিউ নিয়ে ব্যাঙ্কে চাকরির অফার লেটার, টাকা নিতে এসে ধৃত জালিয়াত

আচমকাই কোথায় উধাও হয়ে গেলেন? সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গ্রামবাসীরা। এদিন বাড়ির শৌচালয়ের সেপটিক ট্যাংক থেকে সুভাষ প্রামাণিকের দেহ উদ্ধার করে পুলিস। গলায় ফাঁস লাগানো ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, টাকা-পয়সা ছেলেদের সঙ্গে প্রায় অশান্তি হত। এমনকী, বড় ছেলে নাকি বাবাকে মেরে ফেলারও হুমকি দিয়েছিল! ঘটনার পর থেকে পলাতক সে। ছোট ছেলে, পু্ত্রবধূ ও পরিবারের আরও এক সদস্যকে আটক করেছে পুলিস।

আরএ পড়ুন: Midnapore: চাকরি হাতাতে মৃত এনভিএফ কর্মীকে বাবা সাজিয়েও শেষরক্ষা হল না, গ্রেফতার যুবক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More