বরুণ সেনগুপ্ত: দীর্ঘদিনের দাম্পত্ত কলহ। শেষ পরিণতি হল মৃত্যু। উত্তর ২৪ পরগনার সূর্যপুরের ঘটনা। স্ত্রীকে কুপিয়ে খুনে করে আত্মঘাতী হল মদ্যপ স্বামী। প্রতিবেশীদের দাবি, কোনও একটি কারণে দুজনের মধ্যে প্রায়শই ঝগড়া হত। শুক্রবার রাতে তা ভয়ংকর আকার ধারন করে।
আরও পড়ুন- লিভ-ইন পার্টনারের সঙ্গে রাত্রিবাস! গড়ফায় ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার দেহ...
শনিবার সকালে কমল কর্মকার নামে এক ব্য়ক্তির স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় তার ঘর থেকে। মৃতদেহের পাশেই পড়েছিল শাবল ও দা। মনে করা হচ্ছে ওই দা দিয়েই কমল তার স্ত্রীকে কুপিয়ে খুন করেছে। এদিকে ওই মৃতদেহ উদ্ধার হওয়ার পরই কমলের খোঁজ শুরু হয়। দেখা যায় কমলও বিষ খেয়ে আশঙ্কাজনক অবস্থায় পড়ে রয়েছে। খবর দেওয়া হয় পুলিসকে। পুলিস এসে কমলকে টোটোয় তোলার আগেই তার দেহ নিথর হয়ে পড়ে। এনিয়ে তদন্ত শুরু করেছে মোহনপুর থানা।
কোন ঘটনা থেকে এতবড় কাণ্ড? কমল কর্মকারের সম্পর্কে এক বৌদি বলেন, ওই মহিলার স্বামী খুব একটা ভালো মানুষ নয়। সব সময় নেশা করে থাকত। বহুদিন ধরে ও বলে আসছে যে বউকে মেরে নিজে আত্মহত্যা করবে। বউটা রাতে আমার কাছে খাওয়াদাওয়া কররল। তারপর ওই ঘরে গিয়ে শুয়েছিল। ওকে ওখান থেকে ডেকে নিয়ে এসেছে। এরপর যে ওরকম কিছু করবে ভাবতে পারিনি। মদ খেয়ে এসে দা বা শাবল দিয়ে মেরেছে। ওর ছেলে ঘুমিয়ে পড়েছিল। ও জানতে পারলে এরকম জিনিস হত না। বউকে সব সময় সন্দেহের চোখে দেখে। বউ খুবই ভালো মেয়ে, শিক্ষিত। কমলকে টোটোয় তোলার সময়েই মারা গিয়েছে। বিষ খেয়েছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)