নিজস্ব প্রতিবেদন: বর্ষা যখন ফুল স্যুইংয়ে তখন রাজ্যে ফিরল ডেঙ্গি আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম কাসের আলি মোল্লা। আর এই খবরে অনেকেরই মনে পড়ছে গত বছরের ডেঙ্গির ত্রাস।
গত বছর বর্ষা শেষে গোটা রাজ্যে ভয়াল আকার ধারণ করেছিল ডেঙ্গি। ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন প্রায় ১৪ হাজার মানুষ। মৃত্যু মিছিল শুরু হয়েছিল কলকাতা-সহ একাধিক শহরে। বাদ যায়নি গ্রামাঞ্চলও।
বাংলায় কবে শুরু হবে রথযাত্রা, নির্ঘণ্ট ঘোষণা করল বিজেপি
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত প্রায় ২ সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কাসের আলি। পরিস্থিতির অবনতি হওয়ায় দিনকয়েক আগে তাঁকে বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তাঁর।