অনুপ কুমার দাস: ভাড়া বাড়ি থেকে মিলল মা-ছেলের অচৈতন্য দেহ। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৫০ বছরের ছেলেকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা। বৃদ্ধা মায়ের জ্ঞান ফিরলেও তিনি কিছুই বলতে পারছেন না। তার চিকিত্সা চলছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টের স্কুল পাড়ায়।
আরও পড়ুন-ওড়ার পরই সাগরে ভেঙে পড়ল বিমান, নিহতদের মধ্যে রয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূত চিকিত্সক
তেহট্টের স্কুল পাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকতেন তাপস কুমার সরকার(৫০)। তাঁর বাড়ি মুর্শিদাবাদে। স্থানীয় সূত্রে খবর, পরিবারের পাঁচ জনকে নিয়ে ভাড়া থাকতেন তাপসবাবু। পরিবারে ছিলেন তাপসবাবুর অসুস্থ মা, স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তান। কিছুদিন আগে তাপসবাবুর স্ত্রী তার দুই সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। প্রতিবাশীদের সঙ্গেও তাপসবাবুর কোনও যোগাযোগ ছিল না।
সোমবার সারাদিন কোনও সাড়াশব্দ ছিল না তাপসবাবুদের। রাতে বাড়ির দরজা খোলা দেখে ডাকাডাকি শুরু করেন প্রতিবেশীরা। কিন্তু কোনও সাড়াশব্দ না মেলায় জানালা দিয়ে দেখা যায় বিছনায় অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন তাপস সরকার ও তাঁর মা। সঙ্গে সঙ্গেই পুলিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে তেহট্ট থানার পুলিস। পুলিস এস দরজা খুলে দেখে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তাপসবাবু ও তাঁর মা। সঙ্গে সঙ্গেই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাপস সরকারকে মৃত বলে ঘোষণা করা হয়। বৃদ্ধার জ্ঞান ফিরলেও তিনি কিছু কথা বলতে পারছেন না। বাড়িটি সিল করে দেওয়া হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)