Home> রাজ্য
Advertisement

Birbhum Shocker: বৌমা আসক্ত পরপুরুষে, বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শ্বশুর, ভয়ংকর পরিণতি...

Birbhum Shocker: বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি পুকুরের পাড়ে মাটি চাপা দেখে সন্দেহ হয়। মাটি সরাতেই মৃতদেহ দেখতে রায় পরিবারের লোকজন

Birbhum Shocker: বৌমা আসক্ত পরপুরুষে, বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শ্বশুর, ভয়ংকর পরিণতি...

প্রসেনজিত্ মালাকার: বৌমার বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় খুন হতে হল শ্বশুরকে। খুনের পর প্রমান লোপাট করতে মৃতদেহ মাটিতে পুঁতে দেওয়ায় হয় বলে অভিযোগ। খবর পেয়ে আজ বিকেলে মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করল পুলিস। মৃত ব্যক্তির নাম তামাল বাগদি। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার রাতমা গ্রামে।
 
পরিবার সূত্রে জানা গিয়েছে, তামাল বাগদির বৌমা গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। শ্বশুর তার প্রতিবাদ করলে অশান্তি হয় বৌমার সঙ্গে। অশান্তির জেরে প্রায় একমাস আগে বাড়ি ছেড়ে বাবার বাড়ি সিউড়ি চলে যায় বউমা। রবিবার তামাল বাগদি বাড়ি থেকে বেরিয়ে চাষের কাজে জমি দেখতে গিয়ে আর ফেরেনি। এরপর সারারাত খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন।

আজ বিকেলে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি পুকুরের পাড়ে মাটি চাপা দেখে সন্দেহ হয়। মাটি সরাতেই মৃতদেহ দেখতে রায় পরিবারের লোকজন। খবর দেওয়া হয় পুলিসে। মল্লারপুর  থানার পুলিস মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় স্থানীয় তিন যুবকের পাশাপাশি বউমার বাবা ও মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন মৃত তামালের স্ত্রী। পুলিস ঘটনায় তিনজনকে আটক করেছে।

আরও পড়ুন-'ডিপ্লোমা ফেলোশিপ' পরিচয়, 'চোখের জলে' হাইকোর্টে শান্তনু! সব শুনে আদালতের বড় নির্দেশ...

আরও পড়ুন-ওঁকে ফুল পাঠাচ্ছি, মুন্নাভাইয়ের মতো গেট ওয়েল সুন মেসেজ কিনা বুঝে নিন: শান্তনু

তামালের স্ত্রী শুশনি বাগদির দাবি, বৌমার বিবাহ বর্হ্বিভূত সম্পর্কে প্রতিবাদ করায় তাঁর স্বামীকে খুন করা হয়েছে। ছেলে মাস ছয়েক আগে গ্রামেরই এক বধূকে নিয়ে বেপাত্তা হয়ে যায়। তারপর বউমা গ্রামেরই এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ায়। দিন পনেরো আগে তাদের আপত্তিকর অবস্থায় দেখা যায় বলে অভিযোগ। তারপর থেকে বউমা বাপের বাড়িতে রয়েছে। শুশনি বলেন, 'অবৈধ সম্পর্কে আপত্তি করায় গ্রামের দুজনের যোগসাজশে বউমাই আমার স্বামীকে খুন করিয়েছে।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More