Home> রাজ্য
Advertisement

বসিরহাটের পিঁফায় যুবক খুন, কারণ খতিয়ে দেখছে পুলিস

বসিরহাটের পিঁফায় যুবক খুন, কারণ খতিয়ে দেখছে পুলিস

ওয়েব ডেস্ক: বাড়ি ফেরার পথে বসিরহাটের পিঁফায় যুবক খুন। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, আফসার গাজি নামে ওই যুবক শ্বশুরবাড়িতে ফিরছিলেন। সেই সময়ে পথে এক নির্জন জায়গায় দুষ্কৃতীরা তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। যুবককে সম্ভবত পিছন দিক থেকে ঝাঁপিয়ে পড়ে গলায় কোপ মারা হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। দুষ্কৃতিদের অতর্কিত হামলায় ঘটনাস্থলেই আফসারের মৃত্যু হয়।

রাজ্যে প্রথম মাছের খাবার উত্পাদন প্ল্যান্ট গড়ে উঠতে চলেছে

আফসারের হত্যাকে জমিজমা সংক্রান্ত কোনও বিবাদের জেরেই খুন বলে সন্দেহ করছে পুলিস। তবে এই হত্যাকাণ্ডের পিছনে আর অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিস।

Read More