মনোজ মণ্ডল: চাকরি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে এক ব্য়ক্তিকে আটকে রেখে পুলিসের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। সোমবার ওই ঘঠনায় তুমুল হইচই উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর শানপুকুর এলাকায়। ধৃতকে আটক করে থানায় আনে দেগঙ্গা থানার পুলিস।
অভিযোগকারী যুবক মাফুজ মণ্ডলের দাবি, ব্যাঙ্কে রিকভারি এজেন্ট হিসেবে চাকরি দেবে বলে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছিল। ইন্টারভিউয়ের জন্য ব্যারাকপুরে ডাকা হয়। ইন্টারভিউয়ের পর একটি অফার লেটার দেওয়া হয়। বলা হয়, দিল্লি থেকে একটি মেল আসবে। তার পর আরও ৫০ হাজার টাকা দিতে হবে। বাড়ি আসার পর আমাকে ফোন করে বলা হয় আরও ৫০ হাজার টাকা দিতে হবে। ইতিমধ্যেই আমরা জেনে যাই ওরা জালিয়াত। আজ যখন দেবব্রত টাকা নিতে আসে তখন ওকে ধরে রাখে পুলিসে খবর দিই।
ধৃতের নাম দেবব্রত পান্ডা। বাড়ি নদিয়ায়। এলাকার বহু যুবকের কাছ থেকেই ওইভাবে টাকা নিয়েছে দেবব্রত। অভিযুক্তকে আটক করে জেরা করছে দেগঙ্গা থানার পুলিস।
আরও পড়ুন-Sealdah Metro: শিয়ালদহ মেট্রো নিয়ে সংঘাত তুঙ্গে, উদ্বোধনের আগেই উত্তরবঙ্গে মমতা