Home> রাজ্য
Advertisement

Stop Rape: ধর্ষণে বাধা পেয়ে নাবালিকাকে খুন চেষ্টা! সাজা ঘোষণা আদালতের, অভিযুক্তকে...

Stop Rape:  বরাতজোরে প্রাণ বেঁচে গিয়েছিল নাবালিকা। ৪৮ ঘণ্টার নর্দমা থেকে তাকে উদ্ধার করে পুলিস।

Stop Rape: ধর্ষণে বাধা পেয়ে নাবালিকাকে খুন চেষ্টা! সাজা ঘোষণা আদালতের, অভিযুক্তকে...

বিধান সরকার: ধর্ষণে বাধা পেয়ে খুনের চেষ্টা! বরাতজোরে প্রাণ বেঁচে গিয়েছিল নাবালিকা। ৩ বছর অভিযুক্তকে যাবজ্জীবনের সাজা শোনাল হুগলির চন্দনগর আদালত।

আরও পড়ুন:  Howrah-Bandel Local Cancel: চরম ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা, হাওড়া-ব্যান্ডেল লোকাল সহ বাতিল ৬০ ট্রেন...

২০২১ সালে ১৫ জুন। সেদিন মোবাইল রিচার্জ করতে বাড়ি থেকে বেরিয়েছিল ওই নাবালিকা, কিন্তু দোকান পর্যন্ত আর পৌঁছতে পারেনি সে। অভিযোগ, মাঝ-রাস্তায় বাইকে করে ওই নাবালিকাকে তুলে নিয়ে যায় পার্থ চৌধুরী নামে এক ব্য়ক্তি। যাকে আগে থেকে চিনত বছর পনেরোর মেয়েটি। পার্থ বিবাহিত।  ওই নাবালিকাকে নানাভাবে উত্য়ক্ত করত সে। এমনকী, প্রেমের প্রস্তাবও নাকি দিত! রাজি না হওয়াতেই সেদিন নির্যাতিতাকে অভিযুক্ত বাইকে করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ।

তারপর? চন্দননগরে বিলকুলি এলাকার এক নির্জন জায়গায় ওই নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে পার্থ। বাধা পেয়ে শেষে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা। অচৈতন্য় হয়ে পড়ে ওই নাবালিকা। কিন্তু পার্থ ভাবে, মৃত্যু হয়েছে। 'দেহ' নর্দমায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। প্রায় ৪৮ ঘণ্টা পর ওই নাবালিকাকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া থানায়। ওই নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিস।

ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়। ধরা পড়ে পার্থ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ ওখুনের চেষ্টা এবং অপহরণের অভিযোগে মামলা দায়ের করে পুলিস। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন  চন্দননগর আদালতে অ্যাডিশনাল ডিসট্রিক্ট সেশন জাজ মানবেন্দ্র সরকার। সাজা ঘোষণা হল আজ। 

আরও পড়ুন:  Egra Cooperative Bank Election: শুভেন্দু-গড়ে বিজেপি শূন্য! কাঁথি পর এগরায় সমবায় ভোটেও বিপুল জয় তৃণমূলেরই...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More