Home> রাজ্য
Advertisement

Malda News: দিনরাত অশান্তি লেগেই আছে, ভালোবেসে বিয়ে করা স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে....

  ভালোবেসে বিয়ে করেছিলেন। রাগের মাথায় সেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন! স্বামীকে আটক করল পুলিস। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল মালদহের চাঁচোলে।

Malda News: দিনরাত অশান্তি লেগেই আছে, ভালোবেসে বিয়ে করা স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে....

রণজয় সিংহ:  ভালোবেসে বিয়ে করেছিলেন। রাগের মাথায় সেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন! স্বামীকে আটক করল পুলিস। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল মালদহের চাঁচোলে।

আরও পড়ুন:  Mejia Thermal Power Station Accident: ঝড়ে উড়ল তাপবিদ্যুত্‍ কেন্দ্রের চাল, মেজিয়ায় চাপা পড়ে মৃত্যু ২ শ্রমিকের!

স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম  নাজিদা পারভিন। বাড়ি, চাঁচোলের ভাকরী গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে। প্রায় ১০ বছর আগে প্রেম করেই নাজিদাকে বিয়ে করেছিলেন গ্রামেরই যুবক নওয়াজ শরীফ। ওই দম্পতির দুই ছেলে। প্রতিবেশীদের দাবি, বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই অশান্তি হত। অভিযোগ, গতকাল সোমবার রাতে ফের অশান্তি হয়। তখনই রাগের মাথায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন নওয়াজ।

মৃতার বাবা  নুরুল ইসলাম  বলেন, 'গ্রামেই মেয়ের বিয়ে দিয়েছিলাম। রাতে মেয়ে জামাই একসঙ্গে আমার বাড়ি থেকে খেয়ে নিজেদের বাড়িতে গেল। তারপর সবাই ঘুমিয়ে পড়েছিলাম। গভীর রাতে শুনতে পেলাম, মেয়ে মারা গিয়েছে'। তাঁর দাবি, 'আমি গিয়ে দেখি গলায় দাগ আছে। জামাই খুন করেছে। কারণ রাতে তো স্বামী স্ত্রী ঘুমিয়ে ছিল। কেন কি কারণে এমন করল জামাই বুঝতে পারছি না'। 

প্রতিবেশী শেখ ইসলাম বলেন, 'আমার বাড়ি পাশেই, তাই ওদের স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া শুনতে পেতাম। কালকেও রাতেও ঝগড়া হয়েছিল। আমরা ঘুমিয়ে যাই। কিছুক্ষণ পর একজন আমাকে ডাকে। দিয়ে দেখি, মেয়েটা মারা গিয়েছে আর গলায় দাগ আছে। এরপর মেয়ের বাড়ি খবর দিই'।  তাঁর কথায়, 'দেখে তো মনে হচ্ছে গলা টিপে খুন করেছে ওর স্বামী'। ঘটনার তদন্তে নেমেছে চাঁচোল থানার পুলিস।

আরও পড়ুন:  Howrah Incident: 'বাবা হাত চেপে ধরে, দাদা গলা টিপে খুন করে', মায়ের খুনিদের ধরিয়ে দিল শিশুকন্যা! হাড়হিম হাওড়া...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More