Home> রাজ্য
Advertisement

Titagarh Murder: রক্তের হোলি! টিটাগড়ে রং খেলার অছিলায় ডেকে রাস্তায় যুবককে...

Titgarh: Murder: প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, পুরোন শত্রুতার জেরেই এই খুন। 

Titagarh Murder: রক্তের হোলি! টিটাগড়ে রং খেলার অছিলায় ডেকে রাস্তায় যুবককে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দোলের রঙে মিশল রক্ত! প্রকাশ্যে রাস্তায় কাউন্সিলর ঘনিষ্ঠ যুবককে কুপিয়ে খুন। একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। আর একজন পলাতক। বেলঘরিয়ায় পর এবার টিটাগড়। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

পুলিস সূত্রে খবর,  নিহতের নাম অমর চৌধুরী। বয়স ২৪ বছর। ব্যারাকপুরের মহাদেবানন্দ কলেজের ছাত্র ছিলেন তিনি। তৃণমূল ছাত্র পরিষদ করতেন অমর। স্থানীয় কাউন্সিলের ঘনিষ্ঠ ছিলেন। ঘড়িতে তখন ১টা ৫০ মিনিট। অভিযোগ, দুপুরে রঙ খেলার অছিলায় অমরকে ডেকে নিয়ে যাওয়া হয় টিটাগড়ের পিকে বিশ্বাস রোডে। এরপর প্রথমে মারধর, তারপর ধারালো অস্ত্র দিয়ে রীতিমতো কোপানো হয় ওই যুবককে। রক্তাক্ত অবস্থায় অমরকে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু শারীরিক অবস্থায় অবনতি হওয়ায় তাঁকে নিয়ে আনা হয়েছিল কলকাতার আরজি কর হাসপাতালে। শেষরক্ষা হয়নি। আরজি করে মৃত্যু হয় অমরের।

প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, পুরোন শত্রুতার জেরেই এই খুন। মৃতের দাদা বলেন, 'পুরো ক্রিমিনাল ছেলে। একটা হল পবন রাজভড়, ওর বাবা হল রাজকুমার রাজভড়, জেঠা বনকালু রাজভড়। এরা পুরো ক্রিমিনাল। থানায় ২০ কেস আছে। রাজ তিওয়ারি, কানাই তিওয়ারি। সবসময় এদের কাছে ছুরি, বোম, মেশিন থাকে। আমার ভাই নাম ধরে বলেছে, পবন, কানাই, রাজ তিওয়ারি। ওরাই ডেকে মেরেছে'। পবন রাজভড়কেই গ্রেফতার করেছে পুলিস।

এদিকে দিন কয়েক আগে ভরসন্ধেয় গুলি চলে বেলঘরিয়ায়। কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ার আদর্শ নগরে গুলিবিদ্ধ হন তৃণমূলকর্মী বিকাশ সিং। রেহাই পাননি তাঁর সঙ্গী ন্তু দাস নামে আরও একজন। সেদিন স্ত্রীকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলেন বিকাশ। সঙ্গে ছিলেন সন্তুও। তখন বাইকে করে এসে তাঁদের লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ।

আরও পড়ুন:  2 teen drowned: দোলে রং খেলে নদীতে, ২ কিশোরের আর ফেরা হল না ঘরে....

আরও পড়ুন:  Kalyan Banerjee Vs Suvendu Adhikari: নিশানায় শুভেন্দু, 'নন্দীগ্রামে ওকে হারিয়ে ছাড়ব', হুঙ্কার কল্যাণের!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More