Home> রাজ্য
Advertisement

Wife Torture: অতুল, মানবের ছায়া এবার বাংলায়! স্ত্রীর অত্যাচারে চরম পদক্ষেপ রাজকুমারের...

Nadia: ফের স্ত্রীর অত্যাচারের শিকার স্বামী। সহ্য করতে না পেরে চরম পদক্ষেপ নিলেন রাজকুমার। এমনটাই অভিযোগ তোলেন, মৃতের বাবা। তিনি অভিযোগ করেন যে, বৌমা ছেলের থেকে সমস্ত টাকা পয়সা কেড়ে নিত।

Wife Torture: অতুল, মানবের ছায়া এবার বাংলায়! স্ত্রীর অত্যাচারে চরম পদক্ষেপ রাজকুমারের...

অনুপ কুমার দাস: স্ত্রীর অত্যাচারে একের পর এক বলি! অতুল, মানবের কাহিনী শুনে শিউড়ে উঠেছিল গোটা দেশ। কিছুদিন আগেই মানব শর্মা স্ত্রীর অত্যাচারের কথা বলার পর সমাজকে পুরুষদের জন্য ভাবার কথা বলে গিয়েছেন। এবার সেই ছায়া বাংলাতেও। 

রাজকুমার সাধুকা নামে ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তাঁর স্ত্রীই। জানা গিয়েছে, ২০ বছর বিয়ে হয়েছে রাজকুমার এবং জিনিয়ার। রাজকুমারের বাড়ি কৃষ্ণনগরের হাতারপাড়াতে। স্বামীর জলের দোকান। ঠিক তার পাশেই স্ত্রীর মুদির দোকান। এদিন দোকানেই সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন রাজকুমার। কোনওক্রমে ঘটনার টের পেয়ে সেখানে যান তাঁর স্ত্রী জিনিয়া। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালেও নিয়ে যান স্ত্রী। কিন্তু সেখানে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন:Jhargram: বাড়ির ঝামেলায় বৌদিকে বারবার কুড়ুলের কোপ, রক্তগঙ্গা মেঝেতে! মৃত্যু...

রাজকুমারের বাবা অভিযোগ করেন যে, স্ত্রীর অত্যাচারেই তাঁর ছেলে এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে, বৌমা আমার ছেলের কাছ থেকে সমস্ত টাকা পয়সা কেড়ে নিত। এই সব সে আর সহ্য করতে না পেরে সুইসাইড করে নিয়েছে। রাজকুমার-জিনিয়া এক সন্তানের বাবা-মাও। তাদের সন্তান উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। বাবার এই চরম সিদ্ধান্তে তার উপরে অনেকটা প্রভাব পড়বে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, রাজকুমার সুইসাইড করার আগে মোবাইলে মেসেজ করে যে সে সুইসাইড করবে। তবে তিনি কাউকে দোষারোপ করে কিছু লেখেননি। ইতোমধ্যেই পুলিস তদন্ত শুরু করেছে। মৃতের বাবা-মা ছেলের মৃত্যুর দায়ী বৌমাকে করছে। বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিসের জালে জিনিয়া।

Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More