Home> রাজ্য
Advertisement

অবরোধের জেরে বাতিল বহু ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা

যে কটি ট্রেন বাতিল তার তালিকা রইল...

অবরোধের জেরে বাতিল বহু ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদন: আদিবাসী সংগঠনের ডাকা রেল অবরোধের জেরে সোমবার সকাল থেকেই দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন শাখায় রেল চলাচল বিপর্যস্ত। পশ্চিমবঙ্গ, উড়িশা এবং ঝাড়খণ্ডে রেল অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে  ‘ভারত জাকা মাঝি পরগনা মহাল’ নামে একটি আদিবাসী সংগঠন।

আন্দোলনকারীদের দাবি, সাঁওতাল ভাষাকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত স্বীকৃতি দিতে হবে।  অলচিকি হরফের বই এবং সাঁওতাল ভাষার শিক্ষক নিয়োগ করতে হবে।

যে কটি ট্রেন বাতিল তার তালিকা রইল...

_বাতিল হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস

_বাতিল হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস

_বাতিল আরণ্যক এক্সপ্রেস, পুরুলিয়া এক্সপ্রেস

_বাতিল  পুরুলিয়া-হাওড়া লালমাটি এক্সপ্রেস

_বাতিল আদ্রা-শালিমার রাজ্যরানি এক্সপ্রেস

_বাতিল  খড়্গপুর-হাতিয়া প্যাসেঞ্জার, খড়্গপুর- টাটানগর প্যাসেঞ্জার

_বাতিল খড়্গপুর-ঝাড়গ্রাম প্যাসেঞ্জার স্পেশাল

 _বাতিল সাঁতরাগাছি-ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার

_বাতিল খড়্গপুর ভদ্রক প্যাসেঞ্জার

fallbacks

Read More