Home> রাজ্য
Advertisement

Maoist Poster: দিনেদুপুরে এবার মাওবাদী পোস্টার বারাসতের হৃদয়পুরে....

রাজ্যে বাম জমানা তখন শেষের মুখে। স্রেফ জঙ্গলমহলেই নয়, মাওবাদী কার্যকলাপের দাপট ছিল কলকাতা ও লাগোয়া এলাকায়ও। 

Maoist Poster: দিনেদুপুরে এবার মাওবাদী পোস্টার বারাসতের হৃদয়পুরে....

মনোজ মণ্ডল: স্লোগানই সেই একই! দিনেদুপুরে ফের মাওবাদী পোস্টার রেল স্টেশনে! ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়াল এলাকায়। উত্তর ২৪ পরগনার খড়দহের পর এবার বারাসতের হৃদয়পুর।

রাজ্যে বাম জমানা তখন শেষের মুখে। স্রেফ জঙ্গলমহলেই নয়, মাওবাদী কার্যকলাপের দাপট ছিল কলকাতা ও লাগোয়া এলাকায়ও। এখন অবশ্য পরিস্থিতি বদলে গিয়েছে।

তাহলে? স্থানীয় সূত্রে খবর, তখন একটি ট্রেন ঢুকছিল হৃদয়পুর স্টেশনে। এদিন দুপুরে যাত্রীরা দেখেন, প্ল্যাটফর্মে বন্ধ দোকানে গায়ে লাগানো হয়েছে মাওবাদী পোস্টার! আগামী ২২ এপ্রিল লেনিনের জন্মদিন। লেনিনের নামে শপথ হিসেবে পোস্টারে লেখা স্লোগান, 'ঘরে ঘরে বেকার, বাজারে আগুন, ইভিএম ফেলে এবার জাগুন', 'সরকার বদল পণ্ডশ্রম, বিপ্লবীরাই ওদের যম'! 

আরও পড়ুন: মা মারা যেতেই দ্বিতীয় বিয়ে, নিজের ৩ মেয়েকে টানা ৫ বছর ধরে ধর্ষণ বাবার!

খবর পৌঁছয় জিআরপিতে। হৃদয়পুর স্টেশনে এসে পোস্টারগুলি ছিঁড়ে দেয় রেল পুলিস। কারা লাগাল পোস্টার? পোস্টার নিচে লেখা ছিল, 'মার্কসবাদী লেনিনবাদী মাওবাদী সংগঠন'! এর আগে,  মঙ্গলবার একই পোস্টার দেখা দিয়েছিল উত্তর ২৪ পরগনারই খড়দহ স্টেশন চত্বরে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More