Home> রাজ্য
Advertisement

Covid 19 Outbreak: বর্ধমান শহরে ২ দিন, কৃষ্ণনগর পুর এলাকায় ৩ দিন করে বাজার বন্ধ

Market Lockdown: শুধুমাত্র জরুরি পরিষেবা (Emergency Service) এর বাইরে থাকবে। 

Covid 19 Outbreak: বর্ধমান শহরে ২ দিন, কৃষ্ণনগর পুর এলাকায় ৩ দিন করে বাজার বন্ধ

নিজস্ব প্রতিবেদন : হু হু করে কোভিড (Covid) সংক্রমণ বাড়ছে। তাই এবার সংক্রমণে রাশ টানতে সপ্তাহে ২ দিন বর্ধমান (Burdwan) শহরের সব ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। 

বৃহস্পতিবার ও রবিবার বন্ধ থাকবে সব ব্যবসায়ী প্রতিষ্ঠান। শুধুমাত্র জরুরি পরিষেবা (Emergency Service) এর বাইরে থাকবে। জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় রয়েছে। এরফলে আজ বৃহস্পতিবার সকাল থেকেই বর্ধমান শহর কার্যত বনধের চেহারা নিয়েছে। অন্যান্য দিন ভোর থেকে শহরের বিসি রোড, তেঁতুলতলা বাজারে ভিড় বাড়তে থাকে। খোলা থাকে পাইকারি বাজারও। কিন্তু আজ ছবিটা অন্য। সবজি বাজারও বন্ধ। গোটা বর্ধমান শহরেই একই দৃশ্য। সর্বত্রই সুনসান।

শুধু বর্ধমান শহর নয়, করোনার (Coronavirus) সংক্রমণে রাশ টানতে স্থানীয়ভাবে বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেক জায়গায়তেই। এদিন যেমন কৃষ্ণনগর (Krishnanagar) পুর এলাকাতেও ফল, সবজি, মাছ, মাংসের বাজার সহ সমস্ত দোকানপাট সপ্তাহে তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফে। আগামিকাল শুক্রবার থেকে এই নির্দেশ প্রযোজ্য হবে। সোম, বুধ ও শুক্র বাজার সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলে জানিয়েছেন পুরপ্রশাসক। বাকি ৪ দিন খোলা থাকবে।

একই ছবি ব্যারাকপুর, দমদম, বারাসত, বরানগর প্রভৃতি জায়গাতেও। যেমন-
## বৃহস্পতি ও সোমবার করে দমদমের দোকান, বাজার, রেস্তরাঁ সব বন্ধ।
## বারাসতে সপ্তাহে ৩ দিন (মঙ্গল, বৃহস্পতি ও শনি) সম্পূর্ণরূপে দোকান, বাজার বন্ধ।
## বরানগর পুরসভা এলাকায় ৩১ জানুয়ারি পর্যন্ত সপ্তাহে ৪ দিন (মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবি) দোকান, বাজার বন্ধ।
## ব্যারাকপুর শিল্পাঞ্চলেও কোনও বাজার সপ্তাহে ২ দিন, কোনও বাজার সপ্তাহে ৩ দিন বন্ধ। 

আরও পড়ুন, Diamond Harbour Model: একদিনে ৫০ হাজারেরও বেশি করোনা পরীক্ষা, টুইট Abhishek-র 

কোভিড বাড়বাড়ন্ত, চন্দননগরে টেলি কলারে ভোট প্রচার তৃণমূল প্রার্থীর!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More