Home> রাজ্য
Advertisement

Raksha Kali: ভয়ংকরা মা কালী! অতি জাগ্রতা! কেউই মায়ের বেদিতে বসে সাধনা করতে পারেননি! অতীতে সাধকেরা চেষ্টা করলেই...

Mather Kali of Khandaghosh: ভক্তেরা বিশাল আকৃতির ছাতা ধরে রাখেন। মা সেখানে এসে পৌঁছন। শোভাযাত্রার মাধ্যমে দেবীকে পুজোর স্থানে নিয়ে যাওয়া হয়। এখানে একই দিনে প্রতিমা নির্মাণ, দেবীপুজো এবং বিসর্জন।

Raksha Kali: ভয়ংকরা মা কালী! অতি জাগ্রতা! কেউই মায়ের বেদিতে বসে সাধনা করতে পারেননি! অতীতে সাধকেরা চেষ্টা করলেই...

পার্থ চৌধুরী: পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের শতাব্দীপ্রাচীন কালী। খুবই জাগ্রত হিসেবে খ্যাত। মাঠের কালী পুজো। এবছরও অনুষ্ঠিত হল বিপুল ভক্তসমাগমের মধ্য দিয়ে। প্রতি বছর ফাল্গুন মাসের অমাবস্যায় এই পুজো হয়। লক্ষাধিক ভক্তের উপস্থিতি দেখা যায়। গ্রামবাসীদের বিশ্বাস, দেবী রক্ষাকালীরই আরেক রূপ হলেন মাঠের কালী, যিনি তাঁদের সকল বিপদ-আপদ থেকে রক্ষা করেন এবং মহামারী থেকে দূরে রাখেন।

আরও পড়ুন: 100 Boys Brutally Raped One Girl: একটি মেয়ে, ১০০ ছেলে, ৪৪ দিন, ৪০০ বার! উফ্! নারকীয় ধর্ষণের চূড়ান্ত বীভৎসতা...

এই পুজোর বিশেষত্ব হল, একই দিনে প্রতিমা নির্মাণ, পুজো এবং বিসর্জন সম্পন্ন হয়। শোভাযাত্রার মাধ্যমে দেবীকে পুজোর স্থানে নিয়ে যাওয়া হয়।  ভক্তেরা সেখানে বিশাল আকৃতির ছাতা ধরে রাখেন। লোককথা অনুযায়ী, দেবী এতই জাগ্রত যে, কেউই তাঁর বেদিতে বসে সাধনা করার সাহস দেখাতে পারেননি। অতীতে বহু সাধক চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন বলে জানান স্থানীয়রা।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

প্রতি বছর এই পুজোয় বিরাট জাঁকজমক হয়। মনস্কামনা পূরণের পর অনেক ভক্তই মায়ের কাছে দণ্ডী কেটে তাঁদের প্রতিশ্রুতি পালন করেন। দেবীর ভোগ প্রস্তুত হয় বুড়ো শিবের মন্দিরে। সেখান থেকেই প্রথমে দেবীর কাছে ভোগ যায়। তারপর দেবীর আশীর্বাদ নিয়ে সেই ভোগ আবার বুড়ো শিবের জন্য নিবেদন করা হয়।

বর্তমানে দেবীর বেদি ঘিরে রাখা হয়েছে। যেখানে নির্দিষ্ট পুরোহিত ও উদ্যোক্তারা ভক্তদের পুজো নিবেদন করার ব্যবস্থা করেন। পুজো উপলক্ষে বিশাল মেলার আয়োজন করা হয়। যেখানে মহিলা ও পুরুষ ভক্তদের জন্য আলাদা কাউন্টার থাকে। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিসের কড়া নজরদারিও থাকে পুজোপ্রাঙ্গণে।

আরও পড়ুন: Gajakesari Yoga Before Holi 2025: হোলির রঙে রেঙে ওঠার আগেই হবেন ধনকুবের! গজকেশরী রাজযোগে সৌভাগ্যের তুঙ্গে যাঁরা...

ভক্তদের বিশ্বাস, মাঠের কালীর কাছে প্রার্থনা করলে তা কখনও অপূর্ণ থাকে না, আর তাই প্রতি বছর এই পুজো ঘিরে উন্মাদনা থাকে তুঙ্গে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More