নিজস্ব প্রতিবেদন: ফের এক বিশেষ ক্ষমতা সম্পন্ন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের গেউরামনি জোত এলাকায় বিশেষ ক্ষমতা সম্পন্ন এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই নাবালিকার পিসেমশাইয়ের বিরুদ্ধে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে ওই নাবালিকার পিসেমশাই তার উপর পাশবিক অত্যাচার চালায়। এরপরই অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। রাতে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয় সে। অভিযোগ, মেয়েটির বাবা এ ব্যাপারে মুখ খুলতে না করে তাকে। সেই কারণেই নির্যাতিতা আশ্রয় নেয় পাশের বাড়িতে।
এখন এলাকার মহিলারা তার অসুস্থতা দেখে তাকে জিজ্ঞাসাবাদ করেন। তাতেই সামনে আসে গোটা ঘটনা। এরপরই গ্রামের সব মহিলারা মিলে অভিযুক্তকে আটক করে ফাঁসিদেওয়া পুলিসের হাতে তুলে দেয়। এই ঘটনায় নির্যাতিতা নাবালিকার বাবাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিস।
আরও পড়ুন, Bolpur Minor Girl Gang Rape: "মেয়ের সঙ্গে নোংরামি করেছে ওদের ছেলেগুলো, এখন বলছে পুড়িয়ে মেরে দেব"
Dog Murder: মুরগি 'খুনের শাস্তি'তে 'অভিযুক্ত' সারমেয়কে বাঁশপেটা করে হত্যা! ভাইরাল বীভৎস ভিডিও