Home> রাজ্য
Advertisement

Physical Abuse: রোজ ঘুম ভাঙতেই হস্টেলের ঘরে কর্ণধারের যৌন লালসার শিকার নাবালিকা

বাবার মৃত্যুতে মেয়েকে আবাসিক স্কুলের হস্টেলে রেখেছিল মা।

Physical Abuse: রোজ ঘুম ভাঙতেই হস্টেলের ঘরে কর্ণধারের যৌন লালসার শিকার নাবালিকা

তথাগত চক্রবর্তী : হস্টেলের মধ্যেই নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থা। ঘটনাটি ঘটেছে কুলতুলি থানা এলাকার কাওরখালি বিদ্যাসাগর ইনস্টিটিউটে। ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই কর্ণধার  রণজিৎ বৈদ্য। 

নির্যাতিতা নাবালিকার মা এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে রবিবার বিকেলে কুলতুলি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রণজিৎ বৈদ্যকে রবিবার রাতেই গ্রেফতার করেছে কুলতুলি থানার পুলিস। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে সোমবার বারুইপুর আদালতে পেশ করা হবে। 

নির্যাতিতা নাবালিকার মা জানিয়েছেন, মাস ছয়েক আগে তাঁর স্বামী  গত হন। তিনি পরিচারিকার কাজ করেন। সেইকারণে অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতে হয়। একারণেই মেয়েকে হস্টেলে রেখেছিলেন। যাতে একটা নিরাপদ আশ্রয়ের ঘেরাটোপে দেখভালের মধ্যে থাকে।  

কিন্তু তাঁর অভিযোগ, বাস্তবটা দাঁড়ায় অন্য। প্রায় প্রতিদিনই সকালে হস্টেলের ঘরে তাঁর মেয়েকে যৌন নির্যাতন করত অভিযুক্ত। রবিবার তিনি মেয়ের সাথে দেখা করতে এলে, পুরো বিষয়টি সে মাকে জানায়। তারপরই অভিযুক্তের বিরুদ্ধে কুলতুলি থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা।

আরও পড়ুন, নন্দীগ্রামের আইসিডিএস সেন্টারে ভয়াবহ দুর্ঘটনা, কড়াইতে পড়ে ঝলসে গেল শিশু

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

Read More