Home> রাজ্য
Advertisement

Bankura Rape: ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে নাবালিকাকে 'ধর্ষণ'!

 বাবা-মা দু'জনেই প্রয়াত। পিসির সঙ্গে গ্রামের বাড়িতে থাকে ওই নাবালিকা।

Bankura Rape: ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে নাবালিকাকে 'ধর্ষণ'!

মৃত্যুঞ্জয় দাস: রাতে বাড়িতে ঘুমোচ্ছিল। নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে 'ধর্ষণ'! সকালে রক্তাক্ত অবস্থায় ফিরল নির্যাতিতা। অভিযুক্তরা এখনও অধরা। ঘটনাকে কেন্দ্র তীব্র চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার সোনামুখী এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, বাবা-মা দু'জনেই প্রয়াত। পিসির সঙ্গে গ্রামের বাড়িতে থাকে ওই নাবালিকা। অভিযোগ, সোমবার রাতে যখন ঘুমাচ্ছিলেন, তখন বাড়ি থেকে  তাকে তুলে নিয়ে যায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। ঘটনাটি জানাজানি হতে রাতেই খোঁজাখুঁজি শুরু করেন গ্রামবাসীরা। কিন্তু ওই নাবালিকার সন্ধান মেলেনি।

আরও পড়ুন: Jalpaiguri: সেঞ্চুরি করে 'আউট' ঠাকুমা, ডিজে-ব্যান্ড বাজিয়ে 'সেলিব্রেশন'! নাচতে নাচতে শ্মশানে নাতিরা

এদিন ভোরে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরে ওই নাবালিকা। কেন এমন অবস্থা? স্থানীয় বাসিন্দাদের দাবি, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে দিয়ে ধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, এলাকায় মদের ভাটির রমরমার জন্যই এমন ঘটনা বাড়ছে বলেও অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন,  থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস আধিকারিকরা গ্রামে এসেছিলে। অভিযুক্ত খুব তাড়াতাড়ি ধরা পড়বে।

আরও পড়ুন: Assamese boy In Jalpaiguri: চশমা হারিয়ে ফেলায় মারধর বাবা-মা-র, সোজা এক্সপ্রেসে ট্রেনে চড়ে বসল নাবালক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More