রণজয় সিংহ: শহরের ইতিউতি চোখ রাখলেই দেখা যায় নানান অসামাজিক কাজের গল্প। খবরের দিকে চোখ রাখলেই দেখা যায় কোথাও না কোথাও ঘটে গেছে বিভৎস সব ঘটনা। শহরের আনাচে-কানাচে ধুঁকছে সুস্থ মানুষের সংখ্যা, ক্রমেই বেড়ে উঠছে নরকের কীটেদের সংখ্যা। প্রত্যেকদিনের খবরের দিকে চোখ রাখলেই দেখতে পাওয়া যায় নানান কুরুচিকর ঘটনা। এই সমাজে এখন অসুস্থ মানুষের সংখ্যাই বেশি। কখনও দেখি চাকরি পাওয়ানোর নামে মহিলাকে ধর্ষণ তো কখনও কোনও টাকা পাইয়ে দেওয়ার নামে শ্লীলতাহানি। এমনই এক ঘটনার শিকার হলেন মালদার ইংরেজ বাজার থানার অন্তর্গত এক মহিলা। কিন্তু এখনে গল্পটা চেনা গল্পের থেকে একটু আলাদা।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। শ্লীলতাহানিরও অভিযোগ। অভিযুক্তর বাড়িতে চরাও গ্রামবাসীরা। ধর্ষণের চেষ্টার অভিযোগ এলাকায় তৃণমূল থেকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্যের ছেলের বিরুদ্ধে। মালদার ইংরেজ বাজার থানার অন্তর্গত যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকার ঘটনা।
আরও পড়ুন- Elephant Attack: ত্রয়ী দাঁতালের দাপটে বন্ধ যাতায়াত! দীর্ঘক্ষণ এলাকায় দাপাদাপির পর...
ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। এলাকায় উত্তেজনা। কোনভাবেই তৃণমূল এদের প্রশ্রয় দেবে না দাবি তৃণমূলের। তীব্র কটাক্ষ বিজেপির। মালদার ইংরেজবাজার থানার অন্তর্গত যদুপুর ২ গ্রাম পঞ্চায়েত। এখানকার রায়পুর এলাকা থেকে নির্বাচিত সদস্য অর্চনা মন্ডল। অভিযোগ তার ছেলে অচিন মন্ডলের বিরুদ্ধে। অচিন মন্ডল আবার ১০০ দিনের কাজের সুপারভাইজার।
আরও পড়ুন- Fake Medicine: প্রেসার, জ্বর, সুগার-- সব ওষুধেই ভেজাল! কেনার আগে জেনে নিন সরকারি নির্দেশ...
সম্প্রতি আবাস যোজনা যে ঘর দেওয়া শুরু হয়েছে সেই ঘর দেওয়ার নাম করে এলাকারই একটি বাড়িতে এসে ঢোকে। বাড়িতে ঢুকেই এক নাবালিকারকে ধর্ষণের চেষ্টা করে। ওই নাবালিকা চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসীরা ছুটে আসে। তড়িঘড়ি অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। এরপর ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। গ্রাম পঞ্চায়েত সদস্যের দাবি তার ছেলে সম্পূর্ণভাবে নির্দোষ। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। তীব্র কটাক্ষ বিজেপির। ঘটনার তদন্ত নেমেছে ইংরেজবাজার থানার পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)