Home> রাজ্য
Advertisement

West Bengal Weather Update: আগামিকাল থেকেই বদলে যাচ্ছে আবহাওয়া, জেলায় জেলায় বৃষ্টি, চলবে কতদিন?

West Bengal Weather Update: উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহের শুরুর দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

West Bengal Weather Update: আগামিকাল থেকেই বদলে যাচ্ছে আবহাওয়া, জেলায় জেলায় বৃষ্টি, চলবে কতদিন?

সন্দীপ প্রামাণিক: মধ্যপ্রদেশ, ছত্তীসগড়ে এবং উত্তরবঙ্গে একটি ঘূর্ণাবর্ত সক্রিয়। উত্তরবঙ্গের ঘূর্ণাবর্ত থেকে বিহারের ওপর দিয়ে ছত্রিশগড় পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত। এ টানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। এর জেরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে রবিবার থেকে। আপাতত তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। তবে জলীয় বাষ্প বাড়ায় অস্বস্তি বাড়বে।

বুধবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে। হতে পারে দমকা ঝড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টি।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহের শুরুর দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন-'ওষুধের দাম বাড়াচ্ছ কেন'? কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর, পথে নামছে তৃণমূল...

আরও পড়ুন-'আমরা ওয়াকফের জন্য লড়াই করছি'!

কলকাতায় আজ ও কাল পরিষ্কার আকাশ। শুক্রবার মেঘলা আকাশের পূর্বাভাস। বিক্ষিপ্ত এবং আঞ্চলিকভাবে হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার। দিনের তাপমাত্রা আপাতত ৩৪ বা ৩৫-এর ঘরে। রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় ঘর্মাক্ত অস্বস্তি থাকবে। কাল রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দেড় ডিগ্রি বেড়ে হয়েছিল ২৬.৬ ডিগ্রি। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৩ থেকে ৮৯ শতাংশ। বৃষ্টি হয়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More