Home> রাজ্য
Advertisement

Bengal Weather Update: আগামী সপ্তাহের শুরুতেই বর্ষা! ১৬ অথবা ১৭ জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা...

Monsoon in Bengal: একটু পিছোল। আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। ১৬ অথবা ১৭ জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর।

Bengal Weather Update: আগামী সপ্তাহের শুরুতেই বর্ষা! ১৬ অথবা ১৭ জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা...

অয়ন ঘোষাল: আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। ১৬ অথবা ১৭ জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। তার আগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে এবং ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গেও।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

আজ, বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। বৃষ্টি পড়লে আসবে সাময়িক স্বস্তি। তবে গরম ও অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা শনি ও রবিবার বাড়বে। রবিবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।

আরও পড়ুন: Ahmedabad plane crash Updates: ঝলসানো দেহের স্তূপ! আগুন-আর্তি! কীভাবে ঘটল আমদাবাদের ভয়ংকরতম এই বিমান দুর্ঘটনা?

আরও পড়ুন: WATCH: অভিশপ্ত ওই ড্রিমলাইনারেই ছিলেন আকাশ, ভিডিয়োও করেন তাঁর যাত্রার! দেখুন, কেমন ছিল হতভাগ্য বিমানের অন্দর...শেষ ছবি...

ভারী বৃষ্টির সতর্কতা

সোমবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। মঙ্গলবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

উত্তরবঙ্গে

উত্তরবঙ্গে আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায়। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র জলপাইগুড়ি জেলায়।

শনি ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং কালিম্পং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More