Home> রাজ্য
Advertisement

Bengal Weather Update: সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে এবং টানা চলবে! কোন কোন জেলায় প্লাবন? কলকাতার কী অবস্থা হবে?

Bengal Weather Update: কলকাতায় আজ, সোমবার থেকে ফের মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ১০০ শতাংশ। আজ সোম ও আগামীকাল মঙ্গলবার বৃষ্টি বাড়তে পারে।

Bengal Weather Update: সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে এবং টানা চলবে! কোন কোন জেলায় প্লাবন? কলকাতার কী অবস্থা হবে?

অয়ন ঘোষাল: প্রায় দেড়দিনের বিরতির পর আজ, সোমবার থেকে ফের বৃষ্টি (Heavy Rain) বাড়বে দক্ষিণবঙ্গে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে  (North Bengal) ৩১ জুলাই বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। চলবে শনিবার পর্যন্ত। 

আরও পড়ুুন: Horoscope Today: মেষের আবেগ, বৃষের গতি, তুলার অপ্রত্যাশিত প্রাপ্তি! দেখে নিন, আজ কেমন যাবে আপনার দিন...

বৃষ্টি-ছবি

গত সপ্তাহে বৃষ্টি খুবই ভুগিয়েছে। অল্প সময়ে বিপুল পরিমাণ বৃষ্টি হওয়ায় বিভিন্ন পকেটে জল দাঁড়িয়ে গিয়েছিল। জনজীবন ব্যাহত হয়েছিল। তারপর থেকে প্রায় দেড়দিনের বিরতির পর আজ, সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে ৩১ জুলাই বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। চলবে শনিবার পর্যন্ত। 

আগামী ৪ দিনে

আজ, সোমবার ফের বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায়। আগামীকাল মঙ্গলবার নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলী পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হবে। বুধবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি। ৩১ জুলাই, বৃহস্পতিবার বিকেলের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। পরবর্তী অন্তত ৭২ ঘণ্টায় দক্ষিণে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।

উত্তরে বৃষ্টি

উত্তরবঙ্গে আজ, সোমবার ভারী বৃষ্টি শুধুমাত্র কালিম্পং মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। শুক্রবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। 

কলকাতায়

কলকাতায় আজ, সোমবার থেকে ফের মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ১০০ শতাংশ। আজ সোম ও আগামীকাল মঙ্গলবার বৃষ্টি বাড়তে পারে।

আরও পড়ুুন: Third Sawan Monday 2025: শ্রাবণের তৃতীয় সোমবারে ৩ অতি বিরল যোগ, ৩ অতি পুণ্য তিথি! ছোট্ট এই কাজটি করলেই শিবের কৃপায় মহাপ্রাপ্তি...

ভিন রাজ্যে

মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কা আগামী ২৪ ঘণ্টায়। বিদর্ভে ভারী বৃষ্টি। রাজস্থান এবং গুজরাটেও প্রবল বৃষ্টির আশঙ্কা কিছু জায়গায়। আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সিকিম ও সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে।
আজ ও কাল পূর্ব মধ্যপ্রদেশে অতি ভারী বৃষ্টি। উত্তরাখন্ডেও আজ ও কাল অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কাল ২৯ জুলাই পশ্চিম মধ্যপ্রদেশ অতি ভারী বৃষ্টি হবে। রয়েছে ভারী বৃষ্টির সতর্কতাও।  ৩০ জুলাই পর্যন্ত মধ্যপ্রদেশ ছত্তীসগঢ়ে ভারী বৃষ্টি। ২৮ জুলাই পর্যন্ত এবং ৩০ জুলাই ও ১ অগাস্ট ভারী বৃষ্টি সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে। ২৯ থেকে ৩১ জুলাই ভারী বৃষ্টি ঝাড়খন্ডে। ৩১ জুলাই ওড়িশাতেও ভারী বৃষ্টির সতর্কতা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More