অয়ন ঘোষাল: দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা উপকূলে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামীকাল মঙ্গলবার বিকেলের পর থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমবে।
আগামী ৪৮ ঘণ্টায়
উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ গত ৬ ঘণ্টায় নিজের শক্তি বাড়িয়েছে। এই নিম্নচাপের অভিমুখ ছত্তীসগঢ় ঝাড়খণ্ডের দিকে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি
উত্তরবঙ্গে সোমবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। আজ, সোমবার মালদা-সহ নীচের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গেও।
ভারী বৃষ্টির সতর্কতা
দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি সব জেলায়। ভারী বৃষ্টির সতর্কতা উপকূল ও পশ্চিমের জেলায়। বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আগামীকাল মঙ্গলবার বিকেলের পর থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমবে।
সমুদ্র উত্তাল
নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আজ, সোমবার বিকেল পর্যন্ত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)