Home> রাজ্য
Advertisement

Bengal Weather Update: উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! আগামী ৫ দিন প্রবল বর্ষণে ভাসবে সারা বাংলা! অবিরাম বৃষ্টির হাত থেকে রেহাই কবে?

Bengal Weather Update: শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় দিনের বিভিন্ন সময়ে বিক্ষিতভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও থাকতে পারে। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও ক্রমান্বয়ে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা দুইই বাড়বে। আর কতদিন পর্যন্ত বৃষ্টি হতে পারে?

Bengal Weather Update: উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! আগামী ৫ দিন প্রবল বর্ষণে ভাসবে সারা বাংলা! অবিরাম বৃষ্টির হাত থেকে রেহাই কবে?

অয়ন ঘোষাল: ভারী বৃষ্টি (Heavy Rain) কি তাহলে থামল? আবহাওয়ার বদল ঘটছে কি ধীরে-ধীরে? এসে গেল আজ, শুক্রবারের সকালের ওয়েদার রিপোর্ট (Bengal Weather Update)। মোটামুটি যা জানা গিয়েছে, সেটা হল-- বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত (Cyclonic System) রয়েছে। উত্তর ও দক্ষিণ-- দুই বঙ্গেই বাড়বে বৃষ্টির ব্যাপকতা। 

আরও পড়ুন: Two Deadly Storms: এবার মহাসাগরের বুকে চোখ পাকাচ্ছে ভয়াল দুই ঘূর্ণিদানব! কবে, কোথায়, কখন আছড়ে পড়বে এই জোড়া দুর্যোগ?

ঘূর্ণাবর্ত

ফের ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। সমুদ্রপৃষ্ঠ থেকে ঘূর্ণাবর্তের উচ্চতা ৭.৩ কিলোমিটার। মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানগর থেকে রোহতক, রাঁচি হয়ে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার পর্যন্ত সক্রিয়। এর প্রভাবে আগামীকাল ২ অগাস্ট থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সেই বৃষ্টি চলবে ৬ অগাস্ট পর্যন্ত। 

দক্ষিণবঙ্গে

আজ, শুক্রবার ১ অগাস্ট দক্ষিণবঙ্গের সব জেলায় দিনের বিভিন্ন সময়ে বিক্ষিতভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও থাকবে। আজ ভারী বৃষ্টির (৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত) পূর্বাভাস পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়া জেলায়। আগামীকাল ২ অগাস্ট বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায়। পরশু রবিবার ৩ অগাস্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে আসবে। ৩ থেকে ৬ অগাস্ট দক্ষিণে কোনো জেলায় ভারী বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। 

আরও পড়ুন: জলযাযাবর! জলেই জন্ম, ঢেউয়েই জীবন, স্রোতেই মৃত্যু! কোন মন্ত্রে জলের নীচে শ্বাস নিয়ে বছরের পর বছর বেঁচে থাকে এরা?

উত্তরবঙ্গে

আজ, শুক্রবার থেকে উত্তরবঙ্গে ক্রমান্বয়ে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। আজ ১ অগাস্ট ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরের বাকি জেলায় অর্থাৎ, মালদা, দুই দিনাজপুর এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামীকাল ২ অগাস্ট শনিবার উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টি। ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাকি জেলাগুলিতে কোনো কোনো সময়ে দুই এক পশলা মাঝারি বা তার চেয়ে একটু বেশি মাত্রার বৃষ্টি হতে পারে। রবিবার এবং সোমবার উত্তরবঙ্গে একটানা ভারী বা অতি ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস রয়েছে। সোম মঙ্গলবার উত্তরের বৃষ্টিতে কিছুটা লাগাম পড়বে। তবে হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে বৃহস্পতিবার পর্যন্ত।

কলকাতায়

কলকাতায় আজ বৃষ্টি অনেকটাই কম। বরং আজ তাপমাত্রা বাড়বে দিনে এবং রাতে। দোসর হবে বাতাসের প্রায় ৯৯ শতাংশ আপেক্ষিক আর্দ্রতা। দুপুরের দিকে ঘেমেনেয়ে নাজেহাল হবে কলকাতা। শনিবার থেকে সোমবার পর্যন্ত আবার কিছুটা বৃষ্টি বাড়বে। মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমবে।

আরও পড়ুন: Pandu Rajar Dhibi: বর্ধমানেই মহাভারত? রাজা পাণ্ডুর 'ঢিবি'র নীচে ঘুমিয়ে হাজার-হাজার বছরের ইতিহাস? বিস্ময়কর খনন-কথা...

গত ২৪ ঘণ্টায় কোথায় কত বৃষ্টিপাত 

গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের হিসেব মোটামুটি এরকম: 
ক্যানিং ১১০ মিলিমিটার 
বাঁকুড়া ১০০ মিলিমিটার 
সাগরদ্বীপ ৯০ মিলিমিটার 
সল্টলেক ৭০ মিলিমিটার 
পূর্ব বর্ধমান ৬০ মিলিমিটার 
হাওড়া-আমতা ৫৫ মিলিমিটার 
বীরভূম-রামপুরহাট ৫০ মিলিমিটার 
কালিম্পং ১১০ মিলিমিটার 
লাভা ৯০ মিলিমিটার 
দার্জিলিং বিজনবাড়ি ৬৬ মিলিমিটার 
জলপাইগুড়ি ৬০ মিলিমিটার 
আলিপুরদুয়ার ৫০ মিলিমিটার 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More