Home> রাজ্য
Advertisement

West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফুঁসছে নিম্নচাপ, আগামিকাল থেকেই বদলে যাবে আবহাওয়া...

West Bengal Weather Update: মঙ্গলবার বিকেল থেকে দক্ষিণের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা হয়ে যাবে। হালকা বৃষ্টিও হতে পারে। বুধবার থেকে দক্ষিণের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে

West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফুঁসছে নিম্নচাপ, আগামিকাল থেকেই বদলে যাবে আবহাওয়া...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবারের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে আর বৃষ্টি হয়নি। যে একুশে জুলাইয়ে প্রতিবছর বৃষ্টি হওয়া একটা রীতিতে পরিণত হয়ে গিয়েছিল, এবার তার ব্যতিক্রম হয়ে গেল। গত দুদিন ধরেই দক্ষিণঙ্গে চড়া রোদ দেখা দিয়েছে। অতিষ্ঠ মানুষজন। এরকম এক পরিস্থিতিতে আগামিকাল থেকেই বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। তার প্রভাবেই রাজ্যে ঢুকবে প্রচুর জলীয়বাষ্প। এর জেরেই দক্ষিণবঙ্গের বহু জেলায় বুধবার থেকে শুরু হবে বৃষ্টি। ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে জেলায় জেলায়। এই বৃষ্টি চলবে ২৬ জুলাই পর্যন্ত। সমুদ্রে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে।  সেকথা মাথায় রেখে বৃহস্পতিবার থেকে মত্সজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল থেকে দক্ষিণের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা হয়ে যাবে। হালকা বৃষ্টিও হতে পারে। বুধবার থেকে দক্ষিণের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হুগলিতে।

আরও পড়ুন-হানিমুনে গিয়েই রাজাকে খু*ন! জেলে একমাস কীভাবে কাটাল সোনম? কতটা অনুতপ্ত 'স্বামীহন্তা'?

আরও পড়ুন-১৫৫ কিমি বেগে ছুটতে ছুটতেই আচমকা ব্রেক! বড়সড় বিপদের হাত থেকে বাঁচল কলকাতাগামী এয়ার ইন্ডিয়া উড়ান...

নিম্নচাপের ফলে বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে দক্ষিণের বহু জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। তবে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর। পাশাপাশি পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম জেলায়।

বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে। তবে সার্বিকভাবে বৃষ্টির পরিমাণ কমবে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More