Home> রাজ্য
Advertisement

Girlchild: ৫ সন্তানের পর মেয়ে! জন্মের পরই সদ্যোজাতকে মাটিতে পুঁতে দিল মা-ই....

 সদ্যোজাতকে উদ্ধার করে নাইয়ারহাট হাসপাতালে নিয়ে যায় পুলিস। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই শিশুকন্যাকে মৃত বলে ঘোষণা করেন। 

Girlchild: ৫ সন্তানের পর মেয়ে! জন্মের পরই সদ্যোজাতকে মাটিতে পুঁতে দিল মা-ই....

নকিব উদ্দিন গাজী: কন্যাসন্তান হয়েছিল। তাই মাটিতে পুঁতে দিল খোদ মা-ই। খবর পেয়ে উদ্ধার করল পুলিস। কন্যাসন্তান হওয়াতে সদ্যোজাত শিশুকে পুঁতে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানার চাঁদপুর ধোপাহাট এলাকায়। 

স্থানীয় পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে চাঁদপুর ধোপারহাট এলাকায় এক অন্তঃসত্ত্বা মহিলা সদ্যোজাত শিশুকন্যার জন্ম দেন। শিশুকন্যা জন্ম দেওয়ায় তাকে মাটিতে পুঁতেও ফেলেন ওই সদ্য প্রসূতি মা। এই ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মন্দিরবাজার থানার পুলিস।

ঘটনাস্থলে গিয়ে সদ্যোজাতকে উদ্ধার করে নাইয়ারহাট হাসপাতালে নিয়ে যায় পুলিস। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই শিশুকন্যাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই প্রসূতি মহিলার আরও পাঁচটি সন্তান রয়েছে। এরপর কন্যাসন্তান হওয়ায় তাকে পুঁতে দেয় মা।

বর্তমানে ওই প্রসূতি মহিলা নাইয়ারাট গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে মন্দিরবাজার থানার পুলিস।

আরও পড়ুন, Malda: মোবাইল গেমে তীব্র আসক্তি! বাবা-মা বকাবকি করতেই, ছেলে যে ভয়ংকর কাণ্ড করে বসল...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More