সন্দীপ ঘোষ চৌধুরী: মর্মান্তিক। মৃত ছেলের পাশেই রাত কাটিয়ে দিলেন বৃদ্ধা মা। কিছু টেরই পেলেন না! প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ২৪ ঘণ্টা আগেই মৃত্যু হয় ওই ব্যক্তির। চাঞ্চল্য কাটোয়ায়।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম বুদ্ধদেব রায়। পেশায় মোটরবাইকের মিস্ত্রি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধদেব। টাইফয়েডে ভুগছিলেন। চিকিত্সাও চলছিল। গত দু'বছর ধরে কাটোয়া শহরের সর্দার পাড়ায় বৃদ্ধা মায়ের সঙ্গে থাকছিলেন ছেলে। আজ, বুধবার সকালে হঠাত্ বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। খবর দেওয়া হয় থানায়। পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে।
মা শান্তিবালা রায় বলেন, , 'সোমবার থেকে ছেলে অসুস্থ ছিল। ওষুধ খেয়েছে। মঙ্গলবার সে আর কিছু খায়নি। রাতেও ছেলের পাশেই আলাদা বিছানায় ঘুমিয়েছি। বুঝতেই পারিনি সে মারা গিয়েছে'। স্থানীয় ভাড়াটে শুভজিৎ ঘোষ জানান, 'সোমবারও রাস্তায় বুদ্ধদেবদাকে দেখেছি। মঙ্গলবার আর দেখা যায়নি। ওনার মায়ের ডাকে ঘরে গিয়ে দেখি ও উলটে পড়ে আছে। ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে'। দেহ ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)