Home> রাজ্য
Advertisement

Ram Navami 2025: সম্প্রীতির রাম নবমী! মিছিলে পুষ্পবৃষ্টি, মিষ্টি খাওয়ালেন মুসলিমরা..

Ram Navami 2025: সম্প্রীতির ছবি মালদহ ও শিলিগুড়িতে।

Ram Navami 2025: সম্প্রীতির রাম নবমী! মিছিলে পুষ্পবৃষ্টি, মিষ্টি খাওয়ালেন মুসলিমরা..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রীতির রাম নবমী। মালদহে মিছিলে অংশগ্রহণকারীদের মিষ্টি মুখ করালেন ইসলাম সম্প্রদায়ের মানুষেরা। সঙ্গে পুষ্পবৃষ্টিও! একই ছবি দেখা গেল শিলিগুড়িতেও।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

রাম নবমীতে প্রতিবছর শোভাযাত্রা বের হয় মালদহ শহরে। উদ্যোক্তা, রাম নবমী উদযাপন কমিটি। ব্যতিক্রম ঘটেনি এবার। এদিন  র রামকৃষ্ণপল্লির পল্লীশ্রী মাঠ থেকে শুরু হয় শোভাযাত্রা। এরপর  সুকান্ত মোড়, ফুলবাড়ী , বিনয় সরকার রোড, ফোয়ারা মোড় হয়ে গোটা শহর পরিক্রমা করে সেই শোভাযাত্রা। শোভাযাত্রা অংশ নেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মও। 

এই দীর্ঘ যাত্রাপথে রামভক্তদের হাতে লাড্ডু, জল তুলে দিলেন নুরুল,শোলে,সাাহিমার,নজরুলরা। মিছিলে পুষ্পবৃষ্টিও করলেন তাঁরা। সাংসদ খগেন মুর্মু বলেন, 'এটাই বাংলার রীতি। সারা পশ্চিমবঙ্গে হিন্দু-মুসলিম ভাই ভাই। তৃণমূল কংগ্রেস এদের জেহাদি বানানোর চেষ্টা করছে'। আটকোষী আঞ্জুমারিয়া আকবরিয়া ইসলামিয়ার সম্পাদক  মহঃ আসিফ হোসেন বলেন  'প্রতিবছর এমনভাবেই মালদহে রাম উৎসব পালন করি। এটা আমাদের পরম্পরা।
আমার একে অপরের উৎসব এই ভ্রাতৃত্ব বজায় রেখে চলি'।

শিলিগুড়িতেও রামনবমীর মিছিলে অংশগ্রহণকারী ঠান্ডা পানীয় ও শরবতের ব্যবস্থা করেন মুসলিমরা। দীর্ঘপথ অতিক্রম করে মিছিল যখন  কারবালার সামনে পৌঁছয়, তখন প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় শরবতের গ্লাস। এই অয়োজন দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়েন  শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনিও বলেন, 'রাজ্যজুড়ে সম্প্রীতির ছবি দেখে ভীষণ ভালো লাগল'। শিলিগুড়ি কলেজের পক্ষ থেকে রাম নবমীর মিছিলকে স্বাগত জানান মুসলিম পড়ুয়ারা।

আরও পড়ুন:  Ram Navami 2025: কল্যাণের মুখে 'জয় শ্রীরাম'! 'কোথা গেল গুণ্ডাটা?', নিশানা শুভেন্দুকে..

আরও পড়ুন:  Ram Navami 2025: রামনবমীতে কাজল শেখের হাতে ত্রিশূল! আবার নিজের হাতে 'প্রসাদও' খাওয়ালেন ভক্তদের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More