অনুপ দাস: সাড়ে ৪ বছরের শিশু কন্যাকে বছর ৪০ এর ব্যাক্তির বিরুদ্বে ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ। শিশুটির মা-বাবা মাঠে জন মজুরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। খুবই গরীব মানুষ তারা, ছোট্ট শিশু কন্যাকে বাড়িতে রেখে যায়। মা-বাবা অর্ধেক রাস্তা যাবার পর, মা জলের বোতল নিতে বাড়িতে যায়। সেই সময় দেখতে পায়, প্রতিবেশী ছাদু রায়, বছর ৪০-এর ব্যাক্তি মেয়ের সঙ্গে অশ্লীল অবস্থায় রয়েছে।
মেয়ের এবং অভিযুক্তর পোশাক খোলা, মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করছে। মা বাধা দিলে মাকে মারধর করে পালিয়ে যায় অভিযুক্ত। পরে স্থানীয়রা ধরে পুলিসের হাতে তুলে দেয়। ঘটনা নদিয়ার কালীগঞ্জের গোবরা পঞ্চায়েতের বসত পুর গ্রামে ঘটে। অভিযুক্তর নাম ছাদু রায়। এদিন শিশুকন্যা-সহ বাবা-মা কৃষ্ণনগর জিলা আদালতে আসে অভিযুক্তর কড়া শাস্তির দাবি নিয়ে।
যদি শিশুটির মা কাজে বেরিয়ে জলের বোতল নিতে বাড়িতে না আসত তাহলে কি ঘটে যেত? সেটাই প্রশ্ন। পুলিস অভিযুক্তকে গ্রেফতার করে। পকসো মামলায় আদালতে পাঠায়। অভিযুক্তের মেডিক্যাল করিয়ে শুক্রবারই পুলিসি হেফাজত হয় অভিযুক্তর। প্রসঙ্গত, কিছুদিন আগে চার বছরের শিশুকে ধর্ষণের এক বছরের মধ্যে সাজা ঘোষণা করল কল্যাণীর বিশেষ পকসো আদালত। অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
ঘটনাটি ২০২৪ সালের ২২ জুন নদিয়ার হরিণঘাটা থানা এলাকার ঘটনা। বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত ওই চার বছরের শিশুকে বাড়ির পাশে একটি গোলাপ বাগানে নিয়ে যায়। সেখানেই শিশুটিকে ধর্ষণ করে সে। ওই ঘটনার কয়েক দিন আগেও একবার শিশুটিকে এলাকার একটি নির্মীয়মাণ বাড়ির ছাদে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে অভিযুক্ত।
আরও পড়ুন, Birbhum News: ধ*র্ষণ করে খু*ন? ৫ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার .... ভয়ঙ্কর কাণ্ড বোলপুরে..
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)