বিশ্বজিত্ মিত্র: মায়ের মৃতদেহ ২৪ ঘন্টারও বেশি সময় যাবত ঘরের মধ্যে আগলে রেখেছিল মেয়ে। পরবর্তীতে চিকিৎসকেরা মাকে মৃত ঘোষণা করলেও, মা মৃত তা মানতে নারাজ মেয়ে। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার কল্যাণী থানার অন্তর্গত বি -১২ নম্বর এলাকায়। জানা গিয়েছে, নদীয়া জেলার কল্যাণী বি- ১২/১৮৩ নম্বর বাড়িতে বর্তমান বসবাস করতেন বছর ৭০-এর রুমা দত্ত নামে এক বৃদ্ধা। সঙ্গে তার মেয়ে আনুমানিক বছর ৩০-এর পিয়ালী দত্ত।
স্থানীয়দের মারফত সোমবার দুপুরে কল্যাণী রেড ভলেন্টিয়ার্স এর সদস্যরা জানতে পারে রুমা দত্ত নামে ওই বৃদ্ধা মৃত অবস্থায় ঘরে রয়েছে। তার মেয়ে পিয়ালী দত্ত মায়ের মৃতদেহ ঘরের মধ্যে রেখে আগলে বসে আছে। খবর পেয়ে ছুটে আসে রেড ভলেন্টিয়ার্স-এর সদস্যরা। অনেক ডাকাডাকির পর পিয়ালী দরজা খোলে। ঘরের দরজা খুলতেই রেড ভলেন্টিয়ার্স-এর সদস্যরা খোঁজখবর নিয়ে ওপরের ঘরে যেতেই দুর্গন্ধ পায়।
দেখতে পায় ঘরের মধ্যে সত্তর বছরের এক বৃদ্ধা নিস্তেজ অবস্থায় পড়ে আছে। তার গা দিয়ে গন্ধ বেরোচ্ছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করতে গেলে বাধা দেয় পিয়ালী। রেড ভলেন্টিয়ার্স-এর সদস্যরা তাকে বোঝায়। তার মাকে চিকিৎসা করাতে হবে তাই তারা এসেছেন। কিন্তু ওই বৃদ্ধাকে তুলতে গিয়ে রেড ভলেন্টিয়ার্স-এর সদস্যরা দেখতে পায় তার শরীরের একাধিক অংশ পচতে শুরু করেছে। বুঝতে পারে তিনি মৃত।
কিন্তু মেয়ে পিয়ালী তা মানতে নারাজ। কে বোঝাবে তাকে? সে জেদ ধরে মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তৎক্ষণাৎ ডাকা হয় একটি অ্যাম্বুলেন্স। খবর দেওয়া হয় কল্যাণী থানায়। ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিস। পুলিসের উপস্থিতিতে অ্যাম্বুলেন্সে করে ওই বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি নার্সিংহোমে। সেখানে চিকিৎসাকেরা বলেন, তিনি অনেক আগেই মারা গিয়েছেন।
আরও পড়ুন, Humayun Kabir:বিশ্ববিদ্যালয়ে ঢুকে সহকারী রেজিস্ট্রারকে হেনস্থা? ফের বিতর্কে Ex-IPS হুমায়ুন...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)