Home> রাজ্য
Advertisement

Businessman kidnap and murder in Howrah: হাড়হিম হাওড়া! ব্যবসায়ীর অপহরণ-খুনের 'গল্প' লুকিয়ে 'বিস্কুটে'! ভয়ংকর...

Businessman kidnap and murder: সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একটি লাল রঙের বাইকের মাঝখানে অনিমেষ মিত্রকে বসিয়ে দুজন নিয়ে যাচ্ছে। পুলিস কমিশনারের অফিসের কাছে বার্ন স্ট্যান্ডার্ড মোড় থেকে কলার ধরে বাইকে তোলা হয় অনিমেষ মিত্রকে।

Businessman kidnap and murder in Howrah: হাড়হিম হাওড়া! ব্যবসায়ীর অপহরণ-খুনের 'গল্প' লুকিয়ে 'বিস্কুটে'! ভয়ংকর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নৈহাটির ব্যবসায়ীকে হাওড়া থেকে অপহরণ করে খুন। রাতভর নিখোঁজ থাকার পর অপহৃত ব্যবসায়ীর দেহ উদ্ধার হয় বীরভূমের বোলপুরে। মৃতের নাম অনিমেষ মিত্র। খুনের ঘটনায় মৃতেরই পরিচিত এক যুবককে গ্রেফতার করেছে হাওড়া থানার পুলিস। ধৃত অভিষেক সোনকার নামে ওই যুবকের সাঁতরাগাছি স্টেশনে একটি স্টল রয়েছে। অভিষেক সেই স্টলের বিস্কুট কিনতেন অনিমেষ মিত্র যে বিস্কুটের কোম্পানিতে কাজ করতেন, সেখান থেকে।

ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথেই নিখোঁজ হয়ে যান অনিমেষ মিত্র। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, অপহরণকারীদের টিপ দিয়েছিলেন অভিষেক। কারণ তিনি জানতেন অনিমেষ মিত্র কখন ব্যাংকে টাকা জমা দিতে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি লাল রঙের বাইকের মাঝখানে অনিমেষ মিত্রকে বসিয়ে দুজন নিয়ে যাচ্ছে। পুলিস কমিশনারের অফিসের কাছে বার্ন স্ট্যান্ডার্ড মোড় থেকে তাঁকে কলার ধরে বাইকে তোলা হয় গত পরশু দুপুর আড়াইটা নাগাদ। এরপর গতকাল তাঁর দেহ উদ্ধার হয় বোলপুর থেকে। চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানা ও সিটি পুলিসের গোয়েন্দারা।

ডিসিডিডি বিশ্বজিৎ মাহাতো জানিয়েছেন, একজনকে গ্রেফতার করা হয়েছে। আরও কয়েকজন এই ঘটনায় জড়িত রয়েছে। তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। অনিমেষ মিত্রের কাছে ১ লাখ ৭০ হাজার টাকা ছিলো। তবে শুধু এই টাকা লুঠের জন্যই অপহরণ ও খুন, নাকি এর পিছনে অন্য আরও কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

১৯ তারিখ হাওড়ার  একটি বেকারির কর্মী অনিমেষ মিত্র ব্যাংকে টাকা জমা করতে যান। এরপর হাওড়ার ফোরশোর রোড এলাকা থেকে তিনি নিখোঁজ হয়ে যান। পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিস। এরপরই গতকাল বীরভূমের বোলপুরের শিবতলা মাঠ এলাকা থেকে মুখে গামছা বাঁধা অবস্থায় অনিমেষ মিত্রর মৃতদেহ উদ্ধার হয়। 

আরও পড়ুন, Diamond Harbour Hotel Incident: ডায়মন্ড হারবারের হোটেলে একাধিক পুলিস-মহিলা... পুলিস হানা দিতেই পর্দাফাঁস! মিলল আপত্তিকর জিনিসও...

আরও পড়ুন, Doctor assaulted mother-daughter: চেম্বারের মধ্যেই মা-মেয়েকে স্বনামধন্য ডাক্তার.... বারাসতের ক্লিনিকে 'চরম নোংরা' ঘটনা! ভয়ংকর অভিযোগ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More