Home> রাজ্য
Advertisement

Narendrapur: বিয়ে-সন্তান লুকিয়ে 'শারীরিক সম্পর্ক', 'ঘনিষ্ঠ মুহূর্তে'র ছবি-ভিডিও ভাইরাল করল যুবক!

সোশ্যাল মিডিয়ায় আলাপ। বিয়ে, সন্তান সব গোপন করে সম্পর্ক তৈরি করে অভিযুক্ত অমিত ঘোষ। 

Narendrapur: বিয়ে-সন্তান লুকিয়ে 'শারীরিক সম্পর্ক', 'ঘনিষ্ঠ মুহূর্তে'র ছবি-ভিডিও ভাইরাল করল যুবক!

নিজস্ব প্রতিবেদন : বিবাহিত, রয়েছে সন্তানও। তারপরেও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। শেষে সেই 'ঘনিষ্ঠ মুহূর্তে'র ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানা এলাকার বোড়ালের বাসিন্দা অভিযোগকারী ওই তরুণী। তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তাঁর সাথে আলাপ হয় এক যুবকের। নাম অমিত ঘোষ। তরুণীর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় আলাপের পর তাঁকে বিয়ের প্রলোভন দেখায় অভিযুক্ত অমিত ঘোষ। বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে 'ঘনিষ্ঠ' হয়। তাঁর সঙ্গে 'শারীরিক সম্পর্ক' তৈরি করে। এদিকে অমিত ঘোষ আগে থেকেই বিবাহিত ছিল। তার এক সন্তানও রয়েছে। কিন্তু বিয়ে, সন্তান সব গোপন করে আত্মপরিচয় লুকিয়েই তাঁর সঙ্গে সম্পর্ক তৈরি করে অভিযুক্ত অমিত ঘোষ। 

fallbacks

আরও অভিযোগ, তারপর তাঁদের 'ঘনিষ্ঠ মুহূর্তে'র ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। ইতিমধ্যেই এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিস।

আরও পড়ুন, Minor Rape: ভয় দেখিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ, গ্রেফতার প্রতিবেশী

Bolpur Gang Rape: শুধু একদৃষ্টে তাকিয়ে, কথা বলার 'ইচ্ছে' হারিয়েছেন 'ট্রমাটাইজড' বোলপুরের নির্যাতিতা

Haskhali Rape Case: 'ফাঁসি চাই', হাঁসিখালিকাণ্ডে CBI তদন্তে 'বিচার' প্রার্থনা নির্যাতিতার মায়ের

Kultali: রাতভর নিখোঁজ কিশোর, সকালে ছেলেকে বীভৎস অবস্থায় পেল পরিবার, হতভম্ব বাবা-মা

Nadia: সাতসকালে গুলি করে খুন, প্রাতঃভ্রমণে বেরিয়ে মর্মান্তিক পরিণতি মহিলার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More