Home> রাজ্য
Advertisement

Berhampore: 'মহিলাদের অশালীন ইঙ্গিত!' গ্রেফতার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান

 নীলরতন আঢ্যর গ্রেফতারির ঘটনায় চাঞ্চল্য জেলা রাজনৈতিক মহলে।

Berhampore: 'মহিলাদের অশালীন ইঙ্গিত!' গ্রেফতার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদন: মহিলাদের প্রতি কটূক্তি ও অশালীন ইঙ্গিতের অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার বহরমপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আঢ্য। এক মহিলার অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে নিজের বাড়ি থেকেই নীলরতন আঢ্যকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিস। আজই তাঁকে আদালতে পেশ করা হবে।

প্রসঙ্গত, অন্যান্য পুরসভার ক্ষেত্রে প্রাক্তনদের দায়িত্ব দেওয়া হলেও নীলরতন আঢ্যকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি। কারণ, নীলরতন আঢ্যের বিরুদ্ধে  দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ আনে তৃণমূল কংগ্রেসেরই একাংশ। এরপর তদন্ত কমিটিও গঠন করা হয়। যার পরিপ্রেক্ষিতে এরপরই দলের সাথে দূরত্ব বাড়ে নীলরতন আঢ্যের।

এরপর এই বছর বিধানসভা নির্বাচনের আগে ঘাসফুল শিবির ত্যাগ করে কংগ্রেসে ফেরেন নীলরতন আঢ্য। আসন্ন পুর নির্বাচনেও নীলরতন আঢ্য ফের কংগ্রেসের হয়েই রাজনৈতিক ময়দানে নামছিলেন বলে রাজনৈতিক সূত্রের খবর। কিন্তু তার আগেই নীলরতন আঢ্যর গ্রেফতারির ঘটনায় চাঞ্চল্য জেলা রাজনৈতিক মহলে।

আরও পড়ুন, Malda: 'গুলি চালাচ্ছেন' তৃণমূল নেতা, সোশ্যালে Viral Video ঘিরে জোর শোরগোল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More