Home> রাজ্য
Advertisement

Siliguri| SIM Box: সিম বক্স বিক্রির ফন্দিতে ভারতে ঢুকেছিল, নেপাল-ভারত সীমান্তে আটক বিদেশি নাগরিক

Siliguri| SIM Box: ধৃতের কাছ থেকে উদ্ধার বিপুল সংখ্যায় সিম, মোবাইল ফোন, আধার ও অন্যান্য নথি....

Siliguri| SIM Box: সিম বক্স বিক্রির ফন্দিতে ভারতে ঢুকেছিল, নেপাল-ভারত সীমান্তে আটক বিদেশি নাগরিক

নারায়ণ সিংহ রায়: সিম বক্স সহ এক নেপালের নাগরিককে গ্রেফতার করল খড়িবাড়ি থানা । ধৃতের কাছ থেকে বেশকিছু সিম কার্ড, মোবাইল এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে । ধৃতের নাম যোগ্যনিধি পাঠক ওরফে অশোক ছেত্রী। তিনি নেপালের বাসিন্দা।

আরও পড়ুন-হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান স্টেশনের ছাউনির একাংশ, চাপ পড়ে বহু, আর্তনাদ...

পুলিস সুত্রে খবর , যোগ্যনিধি পাঠক সিম বক্স বিক্রি করতে ভারতে এসেছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে গতকাল অভিযান চালিয়ে ভারত-নেপাল সীমান্ত থেকে অশোক ছেত্রী ওরফে যোগ্যনিধি পাঠককে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিস । তার গাড়িতে তল্লাশি চালিয়ে  বিভিন্ন কোম্পানির নয়টি সিম কার্ড, একটি সিম বক্স, একটি মোবাইল ফোন, ভারতীয় আধার কার্ড, নেপালের নাগরিকের পরিচয়পত্র এবং আরও বেশকিছু নথি উদ্ধার করা হয়েছে।

সিম বক্সের মাধ্যমে সাইবার অপরাধের পাশাপাশি অপরাধমূলক ও নাশকতামূলক কার্যকলাপ করা হয়। সিম বক্স থেকে কল করলে সেই ফোন কল ট্র্যাক করা বা তার লোকেশন জানা যায় না। কিছুদিন আগে ফুলবাড়িতে একটি মোবাইল দোকানে সিম বক্স চক্রের হদিশ মেলে। প্রধাননগর থানা অন্তর্গত এলাকাতেও সিম বক্স চক্রের পর্দা ফাঁস করে এসটিএফ।

ধৃত অশোক ছেত্রীকে শিলিগুড়ি আদালতে তোলা হয় আজ। সরকারি আইনজীবী সুশান্ত নিয়োগী বলেন, "খড়িবাড়ি থানার পুলিস পানিট্যাঙ্কিতে নাকা তল্লাশি চালাবার সময় যোগ্যনিধি পাঠককে আটক করে। তার গাড়িতে তল্লাশি চালিয়ে সিম বক্স, রাউটার ও কিছু কেবল উদ্ধার করা হয়েছে৷ গ্রেফতার করার পর তাকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয় ,  পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। ভাগ্যনিধি নেপাল থেকে ভারতে আসছিল। বাকিটা এখন তদন্তের পরই জানা যাবে।"

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More