Home> রাজ্য
Advertisement

Bengal Weather Update: নতুন নিম্নচাপের ফাঁড়া! উত্তাল হবে সমুদ্র, রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির অশনি সংকেত...

West Bengal Weather Update: নতুন নিম্নচাপের ফাঁড়া। নতুন করে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা। সপ্তাহের মাঝামাঝি অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস।

Bengal Weather Update: নতুন নিম্নচাপের ফাঁড়া! উত্তাল হবে সমুদ্র, রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির অশনি সংকেত...

অয়ন ঘোষাল: উত্তর বঙ্গোপসাগরে বৃহস্পতিবার নতুন নিম্নচাপের ফাঁড়া। ২৪ জুলাই উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস। উত্তর বঙ্গোপসাগর লাগোয়া বাংলাদেশ-পশ্চিমবঙ্গ-ওড়িশা লাগোয়া বঙ্গোপসাগর উত্তাল হবে। সপ্তাহের মাঝামাঝি বৃষ্টিপাতের তীব্রতা পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। নতুন করে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা। রাজ্যে বৃষ্টি বাড়বে।

আরও পড়ুন:TMC martyrs day Accident: ২১-এর আবেগে 'অঘটন'! ধর্মতলামুখী ট্রেকার সোজা গিয়ে বাসে...ছাদ থেকে...

পাশাপাশি বিপদ বাড়াবে ওড়িশা-ঝাড়খণ্ডের জল। ২৬ জুলাই পর্যন্ত ঝাড়খণ্ড, ওড়িশায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

fallbacks

তারিখ গত পূর্বাভাস

২৩ জুলাই (বুধবার): উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

২৪ জুলাই (বৃহস্পতিবার): দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। 

২৫ জুলাই (শুক্রবার): হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।  

উত্তরবঙ্গে:

উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কাল থেকে ক্রমশ কমে আসবে। মঙ্গলবার জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু-এক পশলা চলবে উত্তরবঙ্গে। বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তর বঙ্গের সব জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে।

আরও পড়ুন:Vaishno Devi landslide: নাগাড়ে বৃষ্টি, ভয়াবহ ধস! বৈষ্ণো দেবী যাত্রাশুরুর পথেই বাধা...গুরুতর আহত...

ভিন রাজ্যে
কর্ণাটকে প্রবল বৃষ্টি বা এক্সট্রিমলি হেভি রেইন এর আশঙ্কা! ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কর্ণাটক, সিকিম ও উত্তরবঙ্গ, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, উত্তরাখন্ডে। ভারী বৃষ্টির জন্য সতর্কতা রাজধানী দিল্লিতে। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরাতে। সৌরাষ্ট্র কচ্ছ ছত্রীশগঢ়, হিমাচল প্রদেশ, কঙ্কন ও গোয়া, লাক্ষাদ্বীপ, মধ্য মহারাষ্ট্র, উড়িষ্যা রয়েল সীমা। ওড়িশা, তেলেঙ্গানা, উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More