নিজস্ব প্রতিবেদন: কীভাবে বিস্ফোরণ ঘটল নোদাখালিতে? কী ধরনের বিস্ফোরক মজুত ছিল? তদন্তভার নিচ্ছে NIA। তদন্তকারী দল গঠনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি রাজ্য পুলিসের কাছে এই বিস্ফোরণ সংক্রান্ত যাবতীয় নথি হস্তান্তরের আবেদন জানানো হবে। সূত্রের খবর তেমনই।
ঘটনার সূত্রপাত বুধবার। সেদিন সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির সোনারিয়া গ্রাম। বিস্ফোরণস্থল? অসীম মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, বাড়িটির কংক্রিটে ছাদ, রান্নাঘর ও চিলকোটার উড়ে যায়। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান বাড়ির মালিক-সহ ৩ জন। এমনকী, ফাটল দেখা দেয় একশোর মিটার দূরে বেশ কয়েকটি বাড়়িতে।
আরও পড়ুন: Malda: কন্যা হওয়ায় 'ফেলনা' স্ত্রী, হাসপাতালে রেখে পালানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে
স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক বছর আগে বাড়িতে বাজি কারখানা চালু করেছিলেন অসীম। স্থানীয় বাসিন্দাদের প্রবল অগ্রাহ্য করে ওই কারখানাটি চালিয়ে যাচ্ছিলেন তিনি। এলাকাবাসীদের দাবি, ওই বাজি কারখানায় প্রচুর বিস্ফোরণ মজুত করা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। প্রাথমিক তদন্তে অনুমান, কারখানা মজুত করে রাখা বিস্ফোরকে কোনওভাবেই আগুন লেগে গিয়েছিল। সেকারণেই এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এদিন ঘটনাস্থলে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, সেই বাড়ি থেকে নমুনাও সংগ্রহ করেন তাঁরা।
আরও পড়ুন: উত্তরবঙ্গে চিতাবাঘ আতঙ্ক, শিকার ধরতে লোকালয়ে হাজির পশু!
এবার নোদাখালি বিস্ফোরণের তদন্তভার নিচ্ছে NIA। কেন? NIA-র সূত্রের দাবি, ওই বাড়িতে কী ধরনের বিস্ফোরক মজুত ছিল যে, এত তীব্র বিস্ফোরণ ঘটল? তা খতিয়ে দেখা প্রয়োজন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে তদন্তভার নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নোদাখালিতে বিস্ফোরণের পর, গতকাল বৃহস্পতিবারই কিন্তু NIA তদন্তের দাবি তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ করেছিলেন, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা ধ্বংস হয়ে গিয়েছে। বারুদের স্তুপের উপর রয়েছে বাংলা। শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।