Home> রাজ্য
Advertisement

Digha incident: সঙ্গী নেই, মোবাইল নেই, সটান গভীর সমুদ্রে... দীঘায় পর্যটক মহিলার আচরণে রহস্য!

Digha incident: দীঘার উত্তাল সমুদ্রে বিপাকে পর্যটক মহিলা, নুলিয়াদের সাহসিকতায় রক্ষা। আবহাওয়ার চরম প্রতিকূলতার কারণে সমুদ্র আজ...

Digha incident: সঙ্গী নেই, মোবাইল নেই, সটান গভীর সমুদ্রে... দীঘায় পর্যটক মহিলার আচরণে রহস্য!

কিরণ মান্না: দীঘার উত্তাল সমুদ্রে বিপাকে পর্যটক মহিলা, নুলিয়াদের সাহসিকতায় রক্ষা। দীঘা হাসপাতালে চিকিৎসাধীন। সঙ্গীদের সাথে বেড়াতে এসে আত্মহত্যার চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে পুলিস খতিয়ে দেখছে আসল রহস্য কি! সঙ্গীদের কোন খোঁজ নেই।

আরও পড়ুন: Monsoon in Bengal: নিম্নচাপের ফলা! কেরালায় মৌসুমী বায়ু ঢুকতেই, রাজ্যে কবে বর্ষা? জানিয়ে দিল আলিপুর...

আবহাওয়ার চরম প্রতিকূলতার কারণে সমুদ্র আজ ছিল অত্যন্ত উত্তাল। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও কোমর জলের চেয়ে গভীরে সটান নেমে যান এক মহিলা পর্যটক। হঠাৎই ঢেউয়ের ধাক্কায় তিনি সমুদ্রের গভীরে তলিয়ে যেতে থাকেন। মহিলা নিজের থেকে আরো গভীরের তলিয়ে যাচ্ছিলেন। শেষমেষ হাবুডুবু খাচ্ছিলেন।পর্যটকের এমন বিপদের মুহূর্তে তৎপর হন কর্তব্যরত নুলিয়ারা। জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ দিয়ে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন তাঁরা।

আরও পড়ুন: Rain Alert: কিছুক্ষণের মধ্যেই ১০ জেলায় ধেয়ে আসছে বৃষ্টি! জারি সতর্কতা, আবহাওয়া দফতর দিল দুর্যোগের বড় আপডেট...

ঘটনাটি ঘটে দীঘার মেরিনা ঘাটের কাছে সমুদ্রে। জানা গিয়েছে, ওই মহিলা সংগীদের সঙ্গে দীঘায় ঘুরতে এসেছিলেন। তারপর তলিয়ে যাওয়া। মোবাইল টাকা-পয়সা কিছুই নেই তার কাছে। সঙ্গীদেরও খোঁজ নেই। তবে তিনি কোথা থেকে এসেছেন, তা এখনও স্পষ্ট নয়। কেবল সমুদ্রের স্নানে নেমে তলিয়ে যাওয়া নাকি আত্মহত্যা নাকি অন্য কোন বিষয়! তার সবটাই পুলিস খতিয়ে দেখছে।

এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের ছবি নুলিয়াদের সাহসিকতা ও কর্তব্যপরায়ণতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More