Home> রাজ্য
Advertisement

উত্তরবঙ্গে প্রবল বেগে ধেয়ে আসছে কালবৈশাখী

কালবৈশাখীর পূর্বাভাস। মঙ্গলবার রাতেই কালবৈশাখী হবে বলে পূর্বাভাস মিলেছে। এই কালবৈশাখী মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতেই হবে বলে জানা গিয়েছে।

উত্তরবঙ্গে প্রবল বেগে ধেয়ে আসছে কালবৈশাখী

নিজস্ব প্রতিবেদন: কালবৈশাখীর পূর্বাভাস। মঙ্গলবার রাতেই কালবৈশাখী হবে বলে পূর্বাভাস মিলেছে। এই কালবৈশাখী মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতেই হবে বলে জানা গিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সব কটি জেলাতেই কালবৈশাখী হতে পারে। সঙ্গে মালদা-সহ ও আরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিও হতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: সন্ধে নামতেই তুমুল শিলাবৃষ্টি, সাদা বরফের চাদরে ঢাকল শহর

মঙ্গলবার দুপুর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস মিলেছিল। সঙ্গের বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছিল। বিকেল গড়িয়ে সন্ধে হতেই সেই পূর্বাভাস অনেকটাই মিলে যায়। রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিও হয়।

মুর্শিদাবাদে কালবৈশাখীর দাপট বেশি ছিল। সেখানে শিলাবৃষ্টিও হয়েছে। এদিনের বৃষ্টিতে বরো চাষের ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আমের ফলনেও শিলাবৃষ্টির প্রভাব পড়তে পারে বলে অনুমান।

আরও পড়ুন: অভিযোগের শীর্ষে বাংলা, বিশেষ পর্যবেক্ষক নিয়োগ নির্বাচন কমিশনের

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করেছে। বাংলা বছরের প্রথমদিন গোটা দক্ষিণবঙ্গ কার্যত গরমে হাসফাঁস করেছে। মঙ্গলবারও পরিস্থিতি ভয়ানক ছিল। তার পর সন্ধ্যার বৃষ্টি সামান্য হলেও স্বস্তি দিয়েছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।

Read More