Home> রাজ্য
Advertisement

Bengal Weather Update: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে প্রবল বৃষ্টি সকাল থেকে, সমুদ্র উত্তাল...

Bengal Weather Update: দক্ষিণবঙ্গে আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস তবে তা ভারী বৃষ্টিতে রূপান্তরিত হতে পারে।

Bengal Weather Update: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে প্রবল বৃষ্টি সকাল থেকে, সমুদ্র উত্তাল...

অয়ন ঘোষাল: সকাল থেকে প্রবল বৃষ্টি কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে।

 ১) হয় আজ বিকেল, নাহলে কাল সকালের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বহু প্রত্যাশিত মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা। 

২) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে আজ সমুদ্র উত্তাল হবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গল ও বুধবার এই দুদিন মৎস্যজীবীদের বাংলা ও ওড়িশা উপকূলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যাওয়া সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। 

আরও পড়ুন: Meghalaya Honeymoon Murder case: নিজের অসুস্থ বাবাকে বাঁচাতে, স্বামীকে বলি দিয়ে উত্‍সর্গ করেছিল সোনম? রাজার দাদা সচিন রঘুবংশীর বিস্ফোরক দাবি...

আরও পড়ুন: Manali Zipline Accident: WATCH Video: প্রাণঘাতী জিপলাইন! মানালিতে বেল্ট ছিড়ে খাদে পড়ল কিশোরী...

৩) ঝিমিয়ে থাকা মৌসুমী অক্ষরেখা ফের সক্রিয়। এর প্রভাবে বৃষ্টি শুরু রাজ্যের জেলায় জেলায়। ঘুরিয়ে ফিরিয়ে আজ এবং কাল সমস্ত জেলায় বৃষ্টি। 

৪) কালকের মধ্যে ওড়িশা ও ছত্তিশগড়ের আরও কিছু অংশে এবং আগামী দুই -তিন দিনে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড গুজরাটের সম্পূর্ণ অংশে মৌসুমী অক্ষরেখা প্রভাব বিস্তার করবে। 

৫) দক্ষিণবঙ্গে আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে বৃহস্পতিবার কোনো কোনো জেলার কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা।

 ৬) আজ মঙ্গল ও কাল বুধবার কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম জেলাতে। শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কম। রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে।

৭) উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে।  মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই।

৮) কলকাতায় রাত আড়াইটে থেকে এখনও পর্যন্ত প্রায় ১০ মিলিমিটার বৃষ্টি। আজ সম্পূর্ণ মেঘলা আকাশ এবং রেইনি ডে পরিস্থিতির কবলে পড়তে চলেছে কলকাতা। রাতের তাপমাত্রা বৃষ্টির জেরে স্বাভাবিকের তুলনায় সামান্য কমে ২৬.৬ ডিগ্রি। কাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি ছিল। আজ দুপুরে সেই তাপমাত্রা প্রায় ২ থেকে আড়াই ডিগ্রি নামতে চলেছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More